Ajker Patrika

জিম্বাবুয়েকে কাঁদিয়ে বিশ্বকাপে উগান্ডা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬: ২৮
জিম্বাবুয়েকে কাঁদিয়ে বিশ্বকাপে উগান্ডা

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে। সাত দলের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের সেতু পেরোতে পারেননি সিকান্দার রাজারা। উগান্ডার হাতেই হৃদয় ভাঙল তাদের। বাছাইয়ের স্বাগতিক দেশ নামিবিয়া ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলেছিল। আজ শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে ও উগান্ডা। 

বিশ্বকাপের টিকিট পেতে হলে কেনিয়ার বিপক্ষে জয় ছাড়াও উগান্ডার হার কামনা করতে হতো জিম্বাবুয়েনদের। কিন্তু বিফলে গেল তাদের সব প্রার্থনা। আশা বাঁচিয়ে রাখতে কেনিয়াকে ২১৮ রানের লক্ষ্যও দিয়েছেন রাজারা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তাদের শুনতে হলো দুঃসংবাদ। 

রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে উগান্ডা। এবারই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেল আফ্রিকান দেশটি। প্রথমে ব্যাট করে পয়েন্ট তালিকার তলানির দল রুয়ান্ডা ১৮.৫ ওভারে করে ৬৫ রান। লক্ষ্য তাড়ায় ৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৬ রান করে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নামিবিয়ার উইন্ডহোকে ইতিহাস রচনা করল উগান্ডা। 

সেই সঙ্গে উগান্ডাকে নিয়ে পরিপূর্ণতা ২০২৪ বিশ্বকাপের ২০ দল। শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। 

বাছাইপর্ব পেরোতে না পারায় গত ওয়ানডে বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছে জিম্বাবুয়েকে। এবার একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এক সময়ের বেশ পরাক্রমশালী দলটির। এর আগে বাছাইপর্বে উগান্ডার কাছে হারায় বিশ্বকাপ শঙ্কায় পড়ে যায় জিম্বাবুয়ের। সেই শঙ্কায় আজ সত্যি হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত