ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির সূচি এ বছরের জুলাইয়ে ফাঁস করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই ছিল বাকি। সেই জানা সূচিটা আজ আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের চলে যেতে হবে রাওয়ালপিন্ডিতে।গ্রুপের অপর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আট দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে না উঠতে পারলে এটা হবে পাকিস্তানে। এমনকি ভারত গ্রুপ পর্বে বাদ পড়লেও প্রথম সেমিফাইনাল দুবাইতেই হচ্ছে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পাঁচ মাস দেরি হওয়ার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতীয় ক্রিকেট দল রাজি নয়। পাকিস্তানও চেয়েছিল নিজেদের জেদ ধরে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আইসিসি হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ২০২৩ এশিয়া কাপ নিয়েও এমন জলঘোলা হয়েছিল। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা ছিল। তবে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
ভারত ২০ ফেব্রুয়ারি দুবাই
নিউজিল্যান্ড ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
চ্যাম্পিয়নস ট্রফির সূচি এ বছরের জুলাইয়ে ফাঁস করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই ছিল বাকি। সেই জানা সূচিটা আজ আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের চলে যেতে হবে রাওয়ালপিন্ডিতে।গ্রুপের অপর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আট দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে না উঠতে পারলে এটা হবে পাকিস্তানে। এমনকি ভারত গ্রুপ পর্বে বাদ পড়লেও প্রথম সেমিফাইনাল দুবাইতেই হচ্ছে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পাঁচ মাস দেরি হওয়ার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতীয় ক্রিকেট দল রাজি নয়। পাকিস্তানও চেয়েছিল নিজেদের জেদ ধরে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আইসিসি হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ২০২৩ এশিয়া কাপ নিয়েও এমন জলঘোলা হয়েছিল। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা ছিল। তবে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
ভারত ২০ ফেব্রুয়ারি দুবাই
নিউজিল্যান্ড ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৮ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২৮ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে