Ajker Patrika

সেমিফাইনালে ওঠার চেষ্টা কেন করল না বাংলাদেশ, জানতে চাইলেন তামিম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৪, ১১: ৪৬
সেমিফাইনালে ওঠার চেষ্টা কেন করল না বাংলাদেশ, জানতে চাইলেন তামিম

আফগানিস্তান ও ভারতের কাছে অস্ট্রেলিয়া পরপর দুই ম্যাচ হারায় বাংলাদেশের সেমিফাইনাল খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তো! সেন্ট ভিনসেন্টে গতকাল উল্টো বাংলাদেশ ম্যাচ হারায় সেমিফাইনালে উঠেছে আফগানরা। বাংলাদেশ সুযোগ পেয়েও কেন কাজে লাগাতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। 

সেমিতে উঠতে গতকাল বাংলাদেশকে ১২.১ ওভারে করতে হতো ১১৬ রান। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ প্রথম ৪ ওভারে করেছে ৩ উইকেটে ৩৬ রান। আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর দল এরপর খেই হারাতে শুরু করে। ১১.৪ ওভারে ৭ উইকেটে ৮১ রান হয়ে যায় বাংলাদেশ, যেখানে ৭ নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৯ বলে ৬ রান। সমান ৯ বলে তাওহিদ হৃদয় করেছেন ১৪ রান। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আশা জাগিয়েও কেন সেমিফাইনাল খেলতে পারল না, তা জানতে চেয়েছেন তামিম। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে গত রাতে ক্রিকইনফোতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘রান তাড়ার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের (সেমিফাইনালে যাওয়া)। ৭০-৮০ রানে অলআউট হলেও তো ম্যাচ হারতই। যখন সুপার এইটে কোনো ম্যাচ জেতা হয়নি এবং পরে সুযোগ পেয়েছেন সেমিফাইনাল খেলতে। বারবার এমন সুযোগ আসে না। সম্ভাব্য সবকিছু করারই তো চেষ্টা করবেন। বাংলাদেশ রান তাড়া করবে এমনটা মনে হচ্ছিল। মাঝে কয়েক ওভারের ব্যাটিং ইনটেন্ট কাজটা কঠিন করেছে।’ 

বিশ্বকাপজুড়ে দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। যে কারণে অস্ট্রেলিয়া ও ভারত দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানের। সেখান থেকে শান্তর দল বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায়। সেমির লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘সুপার এইটে খারাপ করলেও আজ (গতকাল) সুযোগ ছিল সেমিতে খেলার। তারা যদি ৩০ রানে বা ৪০ রানে হেরে যেত, রান তাড়ার চেষ্টাও করত তাহলে সমর্থকেরা বুঝতেন যে চেষ্টা করেছে, হয়নি সমস্যা নেই। সবাই এখন দেখবেন যে ম্যাচ জেতা, রান তাড়া কোনোটাই হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত