সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’
সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১২ ঘণ্টা আগে