Ajker Patrika

‘ভারতের স্কুল ক্রিকেটাররা যে সুযোগ-সুবিধা পায়, বাংলাদেশ জাতীয় দলও সেটা পায় না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৫, ১৬: ৪৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৭ বছর বাইরে নাসির হোসেন। ছবি: ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৭ বছর বাইরে নাসির হোসেন। ছবি: ফাইল ছবি

এক আইপিএল থেকেই প্রতিবছর ঝাঁকে ঝাঁকে ক্রিকেটার বেরিয়ে আসে ভারতের। এমনকি আইপিএলে নতুন কোনো ক্রিকেটারের একাদশে সুযোগ পাওয়াটাও অনেক কঠিন ব্যাপার। অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয় বলেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা পরিণত হয়ে আসেন। গড়েন একের পর এক রেকর্ড।

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টিতে ভারত দুর্দান্ত খেলছে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা—বাংলাদেশের সেই পঞ্চ পাণ্ডব ছাড়া অন্যান্য ক্রিকেটাররা সেভাবে গড়ে ওঠেননি। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররা আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর খেলার পরও তাঁদের শিক্ষাপর্ব চলছে।

বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা বলতে গিয়ে নাসির তুলনা করেছেন ভারতের স্কুল ক্রিকেট কাঠামোর সঙ্গে। সেলিব্রিটি ক্রিকেট লিগে গতকাল সাংবাদিকদের নাসির বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি সেভাবে চিন্তা করেন, আমি বলব যে ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটি নেই। সে অনুযায়ী বলব যে বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারত। আশা করি সব সময় ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক।’

বাংলাদেশের জার্সিতে নাসির হোসেনের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মিডল অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলে ‘ফিনিশার’ তকমা পেয়ে গিয়েছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি খণ্ডকালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং—সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন তিনি।

দুর্দান্ত শুরু করা নাসির এখন বাংলাদেশ দলের অতীত। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৮ সালে। মাঠের বাইরের নেতিবাচক ঘটনায় শিরোনাম হয়েছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটে তেমন নিয়মিত হতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও পেয়েছিলেন নিষেধাজ্ঞা।

আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর নাসির এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন শেষ ভাগে। তাতে প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৩৩ বছর বয়সে জাতীয় দলে ফেরার আশা কতটুকু করছেন—, ‘বাংলাদেশে সবই সম্ভব ভাই। আসল কথা হচ্ছে যে যদি আপনার সুযোগ-সুবিধা থাকে, জাতীয় দলে অবশ্যই আবার খেলতে পারবেন। কারণ, ইনশা আল্লাহ সামনের বার প্রিমিয়ার লিগ খেলব, ডিপিএল খেলব। জাতীয় দলে বললেই তো হবে না। পারফর্ম করে খেলতে হবে। চেষ্টা করব পারফর্ম করে আসার।’

২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি-টোয়েন্টি খেলেছেন নাসির। আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫ ম্যাচে করেছেন ২৬৯৫ রান। ২ সেঞ্চুরি ও ১৪ ফিফটি করেছেন। বোলিংয়ে নিয়েছেন ৩৯ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত