নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চার দিনের জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এনজিওগ্রামের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাঁকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’
গতকাল তামিমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শাহাবুদ্দিন রোগীর কিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছিলেন, যেটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আজ তিনি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’
তামিমের শারীরিক অবস্থা নিয়ে এখনো সতর্কতার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে নিয়মিত মেডিকেল চেকআপের মধ্যে রাখা হবে। পরিবার ও বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাঁকে আরও উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে।
চার দিনের জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এনজিওগ্রামের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাঁকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’
গতকাল তামিমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শাহাবুদ্দিন রোগীর কিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছিলেন, যেটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আজ তিনি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’
তামিমের শারীরিক অবস্থা নিয়ে এখনো সতর্কতার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে নিয়মিত মেডিকেল চেকআপের মধ্যে রাখা হবে। পরিবার ও বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাঁকে আরও উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে।
লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
৭ মিনিট আগেজয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১১ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১৩ ঘণ্টা আগে