নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হুট করে অবসর, এক দিনের ব্যবধানে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো—গত দেড় মাসে এসব নিয়ে তামিম ইকবালকে দেখা গেছে তিনবার সংবাদ সম্মেলনে। ক্রিকেটীয় ব্যস্ততা থেকে এই কদিন বেশ দূরেই ছিলেন ৩৪ বছর বয়সী তারকা।
অবশেষে দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। আজ বিসিবির একাডেমি মাঠে বেলা ২টায় অনুশীলনে দেখা যায় তাঁকে। সেখানে ছিলেন এশিয়া কাপের ঘোষিত দলের বাইরে থাকা আরও ছয়-সাতজন ক্রিকেটার। তাঁদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প ব্যবস্থা করেছে বিসিবি।
এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীরাও। সাইফ-জাকিররা রয়েছেন ইমার্জিং দলেও। তাঁরা প্রস্তুত হচ্ছেন এশিয়ান গেমসের জন্য। এই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তামিম।
শুরুতেই স্বভাবসুলভ মারমুখী কোনো ব্যাটিং নয়, নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। এই অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তাঁরা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং।
প্রতিযোগিতামূলক ম্যাচে তামিমকে সর্বশেষ দেখা গেছে গত ৫ জুলাই, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচের পরদিন আকস্মিকভাবে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে এই বাঁহাতি ব্যাটারকে কয়েক সপ্তাহ ছুটিও দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর আরও কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার দরকার ছিল। সেসব শেষ করে আজ ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম। মাঝখানে এই মাসের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন তিনি। খেলছেন না এশিয়া কাপেও।
হুট করে অবসর, এক দিনের ব্যবধানে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো—গত দেড় মাসে এসব নিয়ে তামিম ইকবালকে দেখা গেছে তিনবার সংবাদ সম্মেলনে। ক্রিকেটীয় ব্যস্ততা থেকে এই কদিন বেশ দূরেই ছিলেন ৩৪ বছর বয়সী তারকা।
অবশেষে দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। আজ বিসিবির একাডেমি মাঠে বেলা ২টায় অনুশীলনে দেখা যায় তাঁকে। সেখানে ছিলেন এশিয়া কাপের ঘোষিত দলের বাইরে থাকা আরও ছয়-সাতজন ক্রিকেটার। তাঁদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প ব্যবস্থা করেছে বিসিবি।
এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীরাও। সাইফ-জাকিররা রয়েছেন ইমার্জিং দলেও। তাঁরা প্রস্তুত হচ্ছেন এশিয়ান গেমসের জন্য। এই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তামিম।
শুরুতেই স্বভাবসুলভ মারমুখী কোনো ব্যাটিং নয়, নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। এই অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তাঁরা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং।
প্রতিযোগিতামূলক ম্যাচে তামিমকে সর্বশেষ দেখা গেছে গত ৫ জুলাই, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচের পরদিন আকস্মিকভাবে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে এই বাঁহাতি ব্যাটারকে কয়েক সপ্তাহ ছুটিও দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর আরও কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার দরকার ছিল। সেসব শেষ করে আজ ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম। মাঝখানে এই মাসের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন তিনি। খেলছেন না এশিয়া কাপেও।
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১৭ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৪০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে