ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন। কারণ পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে টেস্টে ১৩ বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে নানা রকম আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার, অজয় জাদেজা থেকে শুরু করে সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, শুবমান গিল—অনেকেই তাদের মতামত জানিয়েছেন। বেশির ভাগই ভারতকে এগিয়ে রেখেছেন। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য, সেটা আজ সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা (ভারত) কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটাই আমরা জানি।’
ভারত সিরিজের আগে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অধরা টেস্ট জয় তো বাংলাদেশ পেয়েছেই। এমনকি দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছেন শান্তরা। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের এ দুই ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঘূর্ণি জাদুতে কাঁপিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক থাকার পরামর্শও যেন দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানে তারা যেটা করেছে তাতে তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাচ্ছি। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব, মুশফিক, মেহেদী (মিরাজ) আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।’
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন। কারণ পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে টেস্টে ১৩ বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে নানা রকম আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার, অজয় জাদেজা থেকে শুরু করে সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, শুবমান গিল—অনেকেই তাদের মতামত জানিয়েছেন। বেশির ভাগই ভারতকে এগিয়ে রেখেছেন। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য, সেটা আজ সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা (ভারত) কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটাই আমরা জানি।’
ভারত সিরিজের আগে রাওয়ালপিন্ডি কাঁপিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অধরা টেস্ট জয় তো বাংলাদেশ পেয়েছেই। এমনকি দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছেন শান্তরা। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের এ দুই ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঘূর্ণি জাদুতে কাঁপিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। একই সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সতর্ক থাকার পরামর্শও যেন দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানে তারা যেটা করেছে তাতে তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাচ্ছি। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব, মুশফিক, মেহেদী (মিরাজ) আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৬ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৮ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৯ ঘণ্টা আগে