ক্রীড়া ডেস্ক
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ গতকাল খেলেছেন অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে ক্রিকেটকে বিদায় জানান ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ের পর এবার একই দলের আরেক ক্রিকেটার যাচ্ছেন অবসরে। অবসরের সিদ্ধান্ত দিয়েছেন শন মার্শ।
চলতি সপ্তাহের বুধবার সিডনি থান্ডার-মেলবোর্ন রেনেগেডস ম্যাচটাই এবারের বিগ ব্যাশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মেলবোর্ন রেনেগেডসেরও এটা শেষ ম্যাচ, যেখানে সেরা চারের লড়াই থেকে রেনেগেডস ছিটকে গেছে আগেই। থান্ডার বিপক্ষে ম্যাচ দিয়েই মার্শ ক্যারিয়ারের ইতি টানবেন বলে রেনেগেডস আজ নিশ্চিত করেছে। রেনেগেডস ক্লাবে মার্শ খেলছেন ২০১৯-২০ মৌসুম থেকে। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি রেনেগেডসের হয়ে খেলতে পছন্দ করি। এখানে গত পাঁচ বছরে অনেক ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁদের সঙ্গে বন্ধুত্বের গল্প আজীবন মনে থাকবে। খেলোয়াড়দের এই গ্রুপটা বিশেষ। সতীর্থ হিসেবে তারা সবাই আমার কাছে অসাধারণ। এমনকি ভালো বন্ধুও। রেনেগেডসের কোচ, সাপোর্টিং স্টাফ—সবাই যেভাবে আমার পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
এবারের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। তবে চোটে পড়ায় এবারের বিগ ব্যাশে সব ম্যাচ খেলতে পারেননি মার্শ। যতটুকু খেলেছেন, তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। ৫ ম্যাচে ৪৫.২৫ গড় ও ১৩৮.১৬ স্ট্রাইক রেটে করেছেন ১৮১ রান। করেছেন ৩ ফিফটি।
বিগ ব্যাশ ইতিহাসের রান সংগ্রাহকদের তালিকায় ৬ নম্বরে মার্শ। ২০১১ থেকে ২০২৪—১৩ বছরে ৭৯ ম্যাচ খেলেছেন। ৪০.৭২ গড় ও ১২৯.৭২ স্ট্রাইক রেটে করেছেন ২৮১০ রান। করেছেন ২৭ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৯৯ রানের। মেলবোর্ন রেনেগেডসের আগে তিনি খেলেছেন পার্থ স্করচার্সের হয়ে। শুরুর মৌসুম ২০১১-১২ থেকে ২০১৮-১৯ পর্যন্ত স্করচার্সের হয়ে খেলে তিনটি শিরোপা জিতেছেন, যার মধ্যে ২০১৩-১৪, ২০১৪-১৫—টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে স্করচার্স। স্করচার্সকে নিয়ে মার্শ বলেন, ‘স্করচার্সের কাছে আমি অনেক ঋণী। পার্থে অনেক দারুণ স্মৃতি রয়েছে। সেখানে সত্যিই আমি সময়টা উপভোগ করেছি। টানা শিরোপা জেতা আমার কাছে সবচেয়ে উপভোগ্য মুহূর্ত।’
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ গতকাল খেলেছেন অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে ক্রিকেটকে বিদায় জানান ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ের পর এবার একই দলের আরেক ক্রিকেটার যাচ্ছেন অবসরে। অবসরের সিদ্ধান্ত দিয়েছেন শন মার্শ।
চলতি সপ্তাহের বুধবার সিডনি থান্ডার-মেলবোর্ন রেনেগেডস ম্যাচটাই এবারের বিগ ব্যাশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মেলবোর্ন রেনেগেডসেরও এটা শেষ ম্যাচ, যেখানে সেরা চারের লড়াই থেকে রেনেগেডস ছিটকে গেছে আগেই। থান্ডার বিপক্ষে ম্যাচ দিয়েই মার্শ ক্যারিয়ারের ইতি টানবেন বলে রেনেগেডস আজ নিশ্চিত করেছে। রেনেগেডস ক্লাবে মার্শ খেলছেন ২০১৯-২০ মৌসুম থেকে। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি রেনেগেডসের হয়ে খেলতে পছন্দ করি। এখানে গত পাঁচ বছরে অনেক ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁদের সঙ্গে বন্ধুত্বের গল্প আজীবন মনে থাকবে। খেলোয়াড়দের এই গ্রুপটা বিশেষ। সতীর্থ হিসেবে তারা সবাই আমার কাছে অসাধারণ। এমনকি ভালো বন্ধুও। রেনেগেডসের কোচ, সাপোর্টিং স্টাফ—সবাই যেভাবে আমার পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
এবারের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। তবে চোটে পড়ায় এবারের বিগ ব্যাশে সব ম্যাচ খেলতে পারেননি মার্শ। যতটুকু খেলেছেন, তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। ৫ ম্যাচে ৪৫.২৫ গড় ও ১৩৮.১৬ স্ট্রাইক রেটে করেছেন ১৮১ রান। করেছেন ৩ ফিফটি।
বিগ ব্যাশ ইতিহাসের রান সংগ্রাহকদের তালিকায় ৬ নম্বরে মার্শ। ২০১১ থেকে ২০২৪—১৩ বছরে ৭৯ ম্যাচ খেলেছেন। ৪০.৭২ গড় ও ১২৯.৭২ স্ট্রাইক রেটে করেছেন ২৮১০ রান। করেছেন ২৭ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৯৯ রানের। মেলবোর্ন রেনেগেডসের আগে তিনি খেলেছেন পার্থ স্করচার্সের হয়ে। শুরুর মৌসুম ২০১১-১২ থেকে ২০১৮-১৯ পর্যন্ত স্করচার্সের হয়ে খেলে তিনটি শিরোপা জিতেছেন, যার মধ্যে ২০১৩-১৪, ২০১৪-১৫—টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে স্করচার্স। স্করচার্সকে নিয়ে মার্শ বলেন, ‘স্করচার্সের কাছে আমি অনেক ঋণী। পার্থে অনেক দারুণ স্মৃতি রয়েছে। সেখানে সত্যিই আমি সময়টা উপভোগ করেছি। টানা শিরোপা জেতা আমার কাছে সবচেয়ে উপভোগ্য মুহূর্ত।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে