Ajker Patrika

কিছু দেশ ফুটবলের মতো খেলে ক্রিকেটকে ধ্বংস করছে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৫: ২২
Thumbnail image

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে । 

রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’ 

রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’ 

দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’ 

রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত