আগামী আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। তার আগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের খেলার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বিভিন্ন দল তাঁদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবির প্রধান মহসিন নাকভি বলেছেন, জাতীয় দলের দায়িত্ব সবার আগে আসা উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়েরা টেস্ট সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) আগে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, তাঁদের এই অনুমতি দেওয়া হবে না।
ক্রিকেটারদের ঘরোয়া লিগে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নাকভি। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের দুটি সিরিজ রয়েছে তাদের। পিসিবি প্রধান ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তাঁদের জাতীয় দলে ডাকা হবে না।
পরিবারকে সময় দিতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহীন। তবে পাকিস্তানের সিরিজ না থাকায় প্রায় একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। টরেন্ট ন্যাশনালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। শাহীন, বাবর, রিজওয়ান ছাড়াও আজম খান ও সাইম আইয়ুব গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এনওসি পাননি।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল আজম খানের। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলার কথা ছিল সাইমের। তাঁদের ৫ জনকে এনওসি না দিলেও গ্লোবাল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, ইংলিশ কাউন্টি ও এলপিএলে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ আমির, শাদাব খান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, মোহাম্মদ হাসনাইন, জামান খান ও উসামা মীর।
আগামী আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। তার আগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের খেলার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বিভিন্ন দল তাঁদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবির প্রধান মহসিন নাকভি বলেছেন, জাতীয় দলের দায়িত্ব সবার আগে আসা উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়েরা টেস্ট সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) আগে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, তাঁদের এই অনুমতি দেওয়া হবে না।
ক্রিকেটারদের ঘরোয়া লিগে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নাকভি। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের দুটি সিরিজ রয়েছে তাদের। পিসিবি প্রধান ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তাঁদের জাতীয় দলে ডাকা হবে না।
পরিবারকে সময় দিতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহীন। তবে পাকিস্তানের সিরিজ না থাকায় প্রায় একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। টরেন্ট ন্যাশনালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। শাহীন, বাবর, রিজওয়ান ছাড়াও আজম খান ও সাইম আইয়ুব গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এনওসি পাননি।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল আজম খানের। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলার কথা ছিল সাইমের। তাঁদের ৫ জনকে এনওসি না দিলেও গ্লোবাল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, ইংলিশ কাউন্টি ও এলপিএলে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ আমির, শাদাব খান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, মোহাম্মদ হাসনাইন, জামান খান ও উসামা মীর।
নাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
৪ মিনিট আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
১ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগেবলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
৩ ঘণ্টা আগে