Ajker Patrika

ইডেনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিটের দুই রকম দাম

আপডেট : ১১ জুলাই ২০২৩, ২২: ৫৮
ইডেনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিটের দুই রকম দাম

৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করতে এখনো সময় আছে দলগুলোর। তবে সূচি প্রকাশের পর বাকি কাজ শুরু করে দিয়েছে ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো।

বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠের টিকিটের দাম জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেনস হতে যাওয়া সব ম্যাচের টিকিটের দাম একই রাখেনি এ মাঠের তত্ত্বাবধায়ক সংস্থা সিএবি। সে হিসেবে বাংলাদেশের দুটি ম্যাচের টিকিটের দামও ভিন্ন। 

ইডেনের টিকিটের দামের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার একাধিক সংবাদমাধ্যম।  কলকাতায় বিশ্বকাপের পাঁচ ম্যাচ হবে। লিগ পর্বের চার ম্যাচের সঙ্গে একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ–নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা। বাংলাদেশের আরেক ম্যাচের টিকিটের দাম আবার বেড়েছে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের সঙ্গে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০, ১২০০, ২০০০, ২২০০ টাকা। আর ভারত–দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।

টিকিটের দাম আলাদা রাখার বিষয়টি কলকাতার সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এর আগে ইডেনে কখনো পাঁচটা বিশ্বকাপের ম্যাচ হয়নি। আমরা ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ঠিক করেছি। এক-একটা ম্যাচের একেক গুরুত্ব। টিকিটের দাম ঠিক করার সময় সেই ব্যাপারটা মাথায় রাখা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত