Ajker Patrika

অ্যাবোটের নৈপুণ্যে সিরিজ অস্ট্রেলিয়ার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৩
অ্যাবোটের নৈপুণ্যে সিরিজ অস্ট্রেলিয়ার

শামারা জোসেফের বীরত্বে দুই টেস্টের সিরিজ ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনি এক সমীকরণে খেলতে নেমেছিল ক্যারিবিয়ানরা। ৮৩ রানে হেরে সমতায় তো ফিরতে পারেনি উল্টো সিরিজ হারিয়েছে তারা। 

এতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সিডনিতে ২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। স্কোরবোর্ডে ফিফটি হওয়ার আগেই সফরকারীরা ৩ উইকেট হারিয়ে বসে ৩৪ রানে। 

সেখান থেকে দলের হাল ধরেন কেসি কার্টি ও শাই হোপ। তবে চতুর্থ উইকেটে ৫৩ রানের বেশি জুটি গড়তে পারেননি দুজনে। ২৯ রানে অধিনায়ক হোপ আউট হলে আবারও শুরু হয় ক্যারিবিয়ানদের উইকেট বৃষ্টি। শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে ১৭৫ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন কার্টি। 

ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকাতে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা অ্যারন হার্ডি করলেও প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন সমান ৩ উইকেট করে নেওয়া জশ হ্যাজলউড ও শন অ্যাবোট। আর অভিষিক্ত পেসার উইল সাদারল্যান্ড নেন ২ উইকেট। 

বোলিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার আগে ব্যাটিংয়েও দুর্দান্ত খেলেছেন অ্যাবোট। আটে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। ১ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটি আবার ওয়ানডেতে তাঁর ক্যারিয়ার সেরাও। তাঁর এই ইনিংসটির সৌজন্যেই অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৫৮ রান পায়। অন্যথা ২০০ হবে কিনা তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। 

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার হাতে অ্যাবোট১৬৭ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে একাই লড়াই করে এই সংগ্রহ এনে দেন অ্যাবোট। ম্যাচসেরা অ্যাবোটের দুর্দান্ত ইনিংস খেলার আগেও বিপদে ছিল অস্ট্রেলিয়া। যখন ৯১ রানে ৫ উইকেট হারিয়ে বসে অজিরা। তখন ষষ্ঠ উইকেটে দলকে রক্ষা করেন ম্যাথিউ শর্ট ও হার্ড। দুজনে মিলে ৫১ রান যোগ করে শুরুর ধাক্কা সামলান। শর্টের ৪১ রানের বিপরীতে ২৬ রানে আউট হন অলরাউন্ডার হার্ডি। ২৮ রানে ৩ উইকেট নিয়ে গুদাকেশ মোতি ক্যারিবিয়ানদের সেরা বোলার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ক্যানবেরায় আগামী ৬ ফেব্রুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত