ক্রীড়া ডেস্ক
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৬ মিনিট আগেজাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব...
২০ মিনিট আগেপুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
৩ ঘণ্টা আগে