Ajker Patrika

সৌম্যর সমস্যা কোথায়

নিজস্ব প্রতিবেদক
সৌম্যর সমস্যা কোথায়

আবির্ভাবেই মুগ্ধ করেছেন সৌম্য সরকার। খেলতে পারেন দুর্দান্ত সব শট। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। সৌম্যর ক্যারিয়ারটা যেন ‘রোলার কোস্টার’! এই উঠছেন তো পরক্ষণেই নামছেন। দলে এক সিরিজে আসছেন তো পরের সিরিজেই বাদ! সৌম্যর সমস্যাটা কোথায়?

নিউজিল্যান্ড সফরে বাজে খেলায় বাদ পড়েছেন শ্রীলঙ্কা সফর থেকে। সতীর্থরা যখন কলম্বোর নেগোম্বোতে, বাঁহাতি ব্যাটসম্যান কাল একই সময়ে নিজেকে ফিরে পেতে ঘাম ঝরালেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সাকিব আল হাসান যেমন নিজের সমস্যায় ছুটে যান ‘প্রিয় স্যার’ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে, তেমনি সৌম্যও শরণ নিয়েছেন মিজানুর রহমানের। মিরপুরে গত দুদিন সৌম্যকে নিবিড়ভাবে সময় দিলেন মিজান। সৌম্যর ছন্দ হারিয়ে ফেলাটা ভাবাচ্ছে মিজানকেও। কাল বিসিবির এই কোচ বলেছেন, ‘যারা আমাদের হাত ধরে উঠে এসেছে, তাদের আমরা যত্ন করি। তাঁরা ভালো খেললে ভালো লাগে, ছন্দ হারিয়ে ফেললে খারাপ লাগবেই।’

অনূর্ধ্ব–১৭ দল থেকেই সৌম্যকে চেনেন মিজান। বাঁহাতি ওপেনারের সমস্যাটা ধরতে তাঁর সময় লাগেনি। তা সৌম্যর সমস্যাটা কোথায়, এ প্রশ্নে মিজানের ব্যাখ্যা, ‘কিছু টেকনিক্যাল সমস্যা তো হয়েছেই। না হয় সে (সৌম্য) তো রান করতে পারত। ওর ভারসাম্যে সমস্যা হচ্ছে। ওটা নিয়েই কাজ করছি।’

সৌম্যর লড়াই এখন নিজের সঙ্গে। বাঁহাতি ওপেনারের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিচ্ছেন মিজান, ‘যেহেতু সৌম্যদের হাতেখড়ি আমাদের হাতে, তাঁদের ব্যাপারে কিছু দায়িত্ব আছে। কিছুটা হলেও তাঁদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ