Ajker Patrika

রমিজের পদত্যাগ চাইলেন আমির

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ০৫
রমিজের পদত্যাগ চাইলেন আমির

মেলবোর্ন থেকে পার্থ—ভেন্যু বদলালেও এবারের বিশ্বকাপে পাকিস্তানের গল্পটা বদলায়নি। টানা দুই ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। এই অবস্থায় মোহাম্মদ আমিরের সব রাগ যেন পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি। তাতে রমিজ রাজার সরে যাওয়া উচিত বলে মনে করেন এই বাঁহাতি পেসার। 

গতকাল পার্থে পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। শেষ বলের রোমাঞ্চে ১ রানে হেরে যায় পাকিস্তান। তাতে পাকিস্তান দলকে নিয়ে হচ্ছে একের পর এক সমালোচনা। আর এই সমালোচনার আগুনে যেন ঘি ঢাললেন আমির। এখানে রমিজ ও পিসিবির প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিমের নামও উল্লেখ করেছেন। পাকিস্তানের বাঁহাতি পেসারের টুইট, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি, দল নির্বাচন সঠিক হয়নি। এর দায় কে নেবে? আমি মনে করি, তথাকথিত পিসিবি চেয়ারম্যানের সরে দাঁড়ানোর সময় এসেছে, যিনি নিজেকে প্রভু মনে করেন। একই সঙ্গে প্রধান নির্বাচকেরও।’

২০০৯ থেকে ২০২০—এই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি  ম্যাচ খেলেছেন। ১৪৭ ম্যাচে নিয়েছেন ২৫৯ উইকেট, ফাইফার নিয়েছেন পাঁচবার। সবচেয়ে বেশি ১১৯ উইকেট নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত