Ajker Patrika

বাংলাদেশকে দুঃস্বপ্ন ‘উপহার’ দিয়ে আইসিসির মাসসেরা কামিন্দু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৮: ০১
বাংলাদেশকে দুঃস্বপ্ন ‘উপহার’ দিয়ে আইসিসির মাসসেরা কামিন্দু

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কামিন্দু মেন্ডিস। আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে এই পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী ব্যাটার। 

আজ কামিন্দুর নাম ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে তাঁর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। 

মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন কামিন্দু। সিলেটে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ইনিংসে ৫৭ রানে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যখন ধুঁকছিল তখন ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে যান আগেরটিও। ১৬৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। এতে একটা রেকর্ডও গড়েন। সাত কিংবা তার নিচে ব্যাটিংয়ে নেমে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। 

চট্টগ্রাম টেস্টে আবার ব্যাটে-বলে অবদান রেখেছেন কামিন্দু। এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৯২ রানের হার না মানা ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। পরে ১৯২ রানের জয়ের ম্যাচে ৩২ রানে ৩ উইকেটও নেন। বাংলাদেশকে দুই টেস্টেই ‘যন্ত্রণার’ তিক্ত স্বাদ দেওয়া কামিন্দু দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা এবং সিরিজসেরা হন। তাঁর আগে জিতেছেন শ্রীলঙ্কার দুই স্পিনার প্রবাত জয়াসুরিয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

কামিন্দুর মতো মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন মাইয়া বুশিয়েই। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন। ৫৫.৭৫ রান গড়ে ২২৩ রান করেছেন ২৫ বছর বয়সী ব্যাটার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজও জিতেছে ইংল্যান্ড। সেরার মনোনয়নে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং অস্ট্রেলিয়ার গার্ডনারকে পেছনে ফেলেছেন বুশিয়েই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত