Ajker Patrika

ডাচ ব্যাটারের ছক্কায় ভাঙল ধারাভাষ্যকক্ষের গ্লাস

আপডেট : ১৯ জুন ২০২২, ২০: ৩৩
ডাচ ব্যাটারের ছক্কায় ভাঙল ধারাভাষ্যকক্ষের গ্লাস

১৫ তম ওভারে আদিল রশিদের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে বাস ডি লিডের সঙ্গে প্রান্ত বদল করেন স্কট এডওয়ার্ডস। পরের বলে কাউ কর্নার দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান লিড। বলটি সরাসরি গিয়ে আঁচড়ে পড়ে টিভি ধারাভাষ্যকক্ষের জানালায়। এতেই ভেঙে যায় কাঁচের সেই জানালা। তবে গ্লাস ভেঙে গেলেও বড় ধরনের দুর্ঘটনা হয়নি। 

আজ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ঘটনা ঘটান নেদারল্যান্ডসের এই ব্যাটার। লিডের ছক্কাটি গ্লাস পুরোপুরি ভেঙে না ফেলায় বেঁচে যান ধারাবিবরণী দেওয়া মার্ক বুচার। 

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ডাচরা। ১০ ওভারে ৩৬ রান তুলতেই তারা হারায় তিন টপ অর্ডার ব্যাটার। উইকেটে আসেন বাস লিড ও এডওয়ার্ডস। দারুণ এক জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তাঁরা। এই জুটি ব্যাট করার সময়ই ঘটে কাঁচ ভাঙার ঘটনা। এমন ছক্কা দেখে ধারাভাষ্যকক্ষে মার্ক বুচারের সঙ্গে থাকা নেইল ও’ব্রায়েনও অবাক হন। 

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৪৯৮ রান করার পথে জঙ্গলে বল ফেলে ডাচ ফিল্ডারদের খুঁজতে পাঠিয়েছিলো ইংলিশ ব্যাটাররা। এবার যেন সেই প্রতিশোধই নিল ডাচ ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত