ক্রীড়া ডেস্ক
‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’-অত্যন্ত পরিচিত বাংলা এই প্রবাদের বাস্তব প্রমাণই যেন দেখা গেল গত পরশু। আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ফাইনালে রবীন্দ্র জাদেজা, মোহিত শর্মা ছিলেন দুই মেরুতে। জাদেজা হয়েছিলেন চ্যাম্পিয়ন আর মোহিত ছিলেন রানার্সআপ দলে। শেষ মুহূর্তে এসে ম্যাচ হেরে যাওয়ার রাতে ঘুমোতেই পারেননি মোহিত।
রিজার্ভ ডেতে হওয়া ফাইনালে জিততে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখন ওভারপিচড বল করেন মোহিত। পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন জাদেজা। আর শেষ বলে মোহিতের দেওয়া ফুলটস ফাইন লেগ দিয়ে চার মেরে চেন্নাইকে জাদেজা এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়। নিশ্চিত ম্যাচ হেরে যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া মোহিত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি ঘুমোতে পারিনি। কেমন হতো যদি অন্য বল করতে পারতাম। এটা আসলে ভালো কোনো অনুভূতি না। কিছু একটার অভাব ছিল। তবে আমি সামনে এগোনোর চেষ্টা করছি।’
নিশ্চিত ম্যাচ হেরে গেলেও জাদেজাকে কৃতিত্ব দিয়েছেন মোহিত। গুজরাটের পেসারের ভাষ্য, ‘ইয়র্কারের চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম পারব। পুরো আইপিএলেই তা করেছি। কিন্তু বলটা অমন হওয়ার কথা ছিল না। আর জাদেজাও ঠিকমতো খেলেছে।’
ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে গুজরাট। এরপর চেন্নাই ৩ বলে ৪ রান করার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর ১৫ ওভারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের দরকার ছিল ১৭১ রানের। ৫ উইকেটে জিতে পঞ্চম আইপিএল শিরোপা ঘরে তোলে চেন্নাই।
‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’-অত্যন্ত পরিচিত বাংলা এই প্রবাদের বাস্তব প্রমাণই যেন দেখা গেল গত পরশু। আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ফাইনালে রবীন্দ্র জাদেজা, মোহিত শর্মা ছিলেন দুই মেরুতে। জাদেজা হয়েছিলেন চ্যাম্পিয়ন আর মোহিত ছিলেন রানার্সআপ দলে। শেষ মুহূর্তে এসে ম্যাচ হেরে যাওয়ার রাতে ঘুমোতেই পারেননি মোহিত।
রিজার্ভ ডেতে হওয়া ফাইনালে জিততে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখন ওভারপিচড বল করেন মোহিত। পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন জাদেজা। আর শেষ বলে মোহিতের দেওয়া ফুলটস ফাইন লেগ দিয়ে চার মেরে চেন্নাইকে জাদেজা এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়। নিশ্চিত ম্যাচ হেরে যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া মোহিত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি ঘুমোতে পারিনি। কেমন হতো যদি অন্য বল করতে পারতাম। এটা আসলে ভালো কোনো অনুভূতি না। কিছু একটার অভাব ছিল। তবে আমি সামনে এগোনোর চেষ্টা করছি।’
নিশ্চিত ম্যাচ হেরে গেলেও জাদেজাকে কৃতিত্ব দিয়েছেন মোহিত। গুজরাটের পেসারের ভাষ্য, ‘ইয়র্কারের চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম পারব। পুরো আইপিএলেই তা করেছি। কিন্তু বলটা অমন হওয়ার কথা ছিল না। আর জাদেজাও ঠিকমতো খেলেছে।’
ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে গুজরাট। এরপর চেন্নাই ৩ বলে ৪ রান করার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর ১৫ ওভারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের দরকার ছিল ১৭১ রানের। ৫ উইকেটে জিতে পঞ্চম আইপিএল শিরোপা ঘরে তোলে চেন্নাই।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
২ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে