Ajker Patrika

আইপিএলের শুরু ও শেষে দেখা যাবে না সাকিবকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪২
আইপিএলের শুরু ও শেষে দেখা যাবে না সাকিবকে

আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ওই আসরে ঠিকভাবে কলকাতা নাইট রাইডার্সের একাদশেও জায়গা হয়নি এই অলরাউন্ডারের। তবে এবার সেই পরিস্থিতিতে পড়তে হচ্ছে না সাকিবকে। জাতীয় দলের পরপর টেস্ট সিরিজ থাকায় আইপিএলের শুরু ও শেষ অংশে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

আগামী মার্চে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে আগামী মে মাসের শুরুতে শ্রীলঙ্কায় যাবেন মুমিনুল হকরা। দুই সিরিজের দলে সাকিবকে রাখতে চায় বোর্ড, যার কারণে আইপিএলের শুরু ও শেষ অংশে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

সাকিবের আইপিএলে খেলার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরের দলে থাকছেন সাকিব। এর মাঝের সময়টুকুতে তিনি আইপিএল খেলতে চাইলে খেলতে পারবেন। যদিও দুই সিরিজের দলই এই সাকিবকে নিয়ে সাজানো হবে।

আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ এবং ফাইনাল ২৮ মে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ১২ এপ্রিল। এরপর ৩ মে শ্রীলঙ্কায় যাবেন মুশফিক-মুমিনুলরা। আইপিএলে দল পেলেও ২৫ মে পর্যন্ত ওই সফরে জাতীয় দলের সঙ্গে থাকতে হবে সাকিবকে।

তবে লম্বা সময় ধরেই টেস্ট খেলছেন না মোস্তাফিজ। আইপিএলের সময় বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ না থাকায় দল পেলে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন বাঁহাতি এই পেসার। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরের দলে থাকলে এবং আইপিএলে দল পেলে পুরো মৌসুম খেলা হবে না লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। 

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন ৫ জন । প্রথমে ৯ জন নিলামে নাম দিলেও শেষ পর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশিদের মাঝে সাকিব ও মোস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে। এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরীফুল (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।

সাকিব আল হাসান সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত