Ajker Patrika

নিউজিল্যান্ড সফরে সাকিবের বিকল্প হচ্ছেন কে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
নিউজিল্যান্ড সফরে সাকিবের বিকল্প হচ্ছেন কে?

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যার বিশ্রাম প্রয়োজন, তাকে বিশ্রাম দিতেই হবে।’ 

সাকিব ছুটি পাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাঁর শূন্যস্থান পূরণ করা হবে, নাকি ১৭ জনের বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে?

নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেল, যদি ১৮ জনের দল যায়, এবার জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ফজলে মাহমুদ রাব্বি অন্তর্ভুক্ত হতে পারেন। বিষয়টি চূড়ান্ত হবে আজ। 

বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। এবারও তারকা অলরাউন্ডারকে রেখেই যেতে হচ্ছে দলকে। 

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হচ্ছে বাংলাদেশের। কিন্তু মুমিনুল হক-মুশফিকুর রহিমদের ফুসরতের সময় কই? টেস্ট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই যে নিউজিল্যান্ডগামী উড়োজাহাজে চড়তে হচ্ছে তাঁদের! রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ার কথা দলের। 

সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাত্রায় সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় ট্রানজিট নেওয়া হয়। এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এ যাত্রায় মুমিনুলদের ট্রানিজট হচ্ছে দুবাই। স্বাভাবিকভাবেই ভ্রমণের দৈর্ঘ্যও বড় হচ্ছে। 

নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে শেষ টেস্ট ৯ জানুয়ারি থেকে। 

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সাকিব ছাড়া সেই গেরো খোলা আরও কষ্টসাধ্য হতে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত