Ajker Patrika

বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে চাপে আয়ারল্যান্ড 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারতের বিপক্ষে হার দিয়ে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পথচলা শুরু হয় বাংলাদেশের। টুর্নামেন্টে টিকে থাকতে তাই বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ আজ চাপে রেখেছে আয়ারল্যান্ডকে। 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে রহনত দৌল্লাহ বর্ষণ মেডেন দিয়েছেন। এভাবেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ আজ শুরু থেকেই চাপে রেখেছে আয়ারল্যান্ডের ব্যাটারদের। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন মারুফ মৃধা। ১৫ বলে ১ চারে ৯ রান করেন হান্টার। তাতে আইরিশদের স্কোর হয়েছে ৬ ওভার ১ উইকেটে ২৬ রান। 

উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন গ্যাভিন রুলস্টন। ওপেনার নিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন রুলস্টন। প্রথম ১০ ওভার শেষে আইরিশরা করেছে ১ উইকেটে ৪৫ রান। এই ৪৫ রানেই আইরিশরা হারায় দ্বিতীয় উইকেট। ১১ তম ওভারের দ্বিতীয় বলে রুলস্টনকে ফিরিয়েছেন শেখ পারভেজ জীবন। আয়ারল্যান্ডের যে প্রথম দুই উইকেট পড়েছে, দুটিতেই ক্যাচ ধরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। 

 ৪৫ রানে ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কায়ান হিলটন। হিলটনকে নিয়ে ওপেনার নিল সাবধানে এগোতে থাকেন। সেই নিল তৃতীয় ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, আয়ারল্যান্ডের স্কোর তখন ৭২। ১৬ তম ওভারের পঞ্চম বলে নিলকে বোল্ড করেছেন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। এরপর অধিনায়ক ফিলিপস লে রউক্স নামলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৯ বলে করেন ১৩ রান। ২৫ তম ওভারের দ্বিতীয় বলে রউক্সকে বোল্ড করেন জীবন। আইরিশদের স্কোর তখন হয়ে যায় ২৪.২ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। এখন ৬৪ বলে ৬ চারে ৩৯ রানে ব্যাটিং করছেন হিলটন। আরেক ব্যাটার স্কট বেরেথ অপরাজিত আছেন ১১ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে আইরিশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত