Ajker Patrika

ভারতকে প্রথম হারের স্বাদ দিয়ে ইতিহাস বদলাল পাকিস্তান

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০০: ২১
ভারতকে প্রথম হারের স্বাদ দিয়ে ইতিহাস বদলাল পাকিস্তান

আনলাকি থার্টিনকে লাকি থার্টিন বানিয়ে ইতিহাস বদলে দিল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের ১২ দেখায় একবারও ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। বিশ্বমঞ্চে এই দুই দলের ১৩ তম দেখায় এবার ভারতকে হারিয়ে দিল বাবর আজমের দল। দুবাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে ১০ উইকেটে। 

উত্তেজনার পারদে ঠাসা ম্যাচটা দর্শকরা যেমন চেয়েছিল সেরকম হয়নি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য দেখিয়ে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচের প্রথম বল থেকে বাবর আজমদের শরীরী ভাষায় যেন ইতিহাস বদলানোর ইঙ্গিত দিচ্ছিল। দুবাইয়ে টস জিতে বিরাট কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাবর আজম। 

প্রথম ওভারে পাকিস্তানকে উৎসবের উপলক্ষ্য এনে দেন শাহিন আফ্রিদি। মাপা এক ইয়র্কারে রোহিত শর্মাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। এক ওভার পর আবার শাহিন ঝলক। এবার শিকার ইনফর্ম লোকেশ রাহুল (৩)। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে যান ভারতীয় ওপেনার। ৬ রানে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নেয় পাকিস্তান। নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব শাহিনের ওভারের শেষ বলে ছয় হাঁকিয়ে প্রতি আক্রমণের একটা আভাস দিয়েছিলেন। তবে সেটি মিলিয়ে যেতেও সময় লাগেনি। এবার ধাক্কাটা দেন হাসান আলী। দলীয় ৩১ রানে যাদবকে উইকেটের পেছনে ক্যাচ বানান এ পেসার। 

 ৩১ রানের মধ্যে তিন টপ অর্ডার হারিয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কোহলি। প্রথম দফায় ঋষভ পন্তকে নিয়ে ৪০ বলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান। পরে পন্ত শাদাব খানের বলে তাঁর হাতেই ক্যাচ দিলে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৩৩ বলে ৪১ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে রাখেন কোহলি। তবে ভারতের ইনিংস দেখে অবশ্য একবারও মনে হয়নি ম্যাচ লক্ষ্য পাকিস্তানের নাগালের বাইরে চলে যাচ্ছে। ১২৫ রানে জাদেজা আউট হলে কোহলিও আর বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ ১৯ বলে ২৬ রান ভারত ১৫১ রানের লড়াইয়ের পুঁজি পায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ করেন কোহলি। কোহলিকেও ফিরিছেন শাহিন। 

 ১৫১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী দুই পাকিস্তানি ওপেনার বাবার আজম আর মোহাম্মদ রিজওয়ান। প্রথম ওভারেই বুমরাকে এক ছয়, এক চার হাঁকিয়ে রিজওয়ান যেন বলতে চাইলেন দিনটা আজ আমাদেরই! সত্যিই সত্যিই দিনটা নিজেদের করে নিয়েছেন বাবার-রিজওয়ান। বুমরা, সামি, বরুণদের কোনো পাত্তায় দেননি ম্যাচের বাকি অংশে। আক্ষরিক অর্থেই যাকে বলে একক আধিপত্য! ভারতকে বিশ্বমঞ্চে হারাতে না পারা দলটা কোহলিদের একদম গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। রিজওয়ান ৭৯ আর বাবর ৬৮ রানে অপরাজিত থাকেন। 

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ১০ উইকেটের জয় পেল পাকিস্তান। সেটিও আবার বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে। বিশ্বকাপে এর চেয়ে ভালো শুরু নিশ্চয় আর হতে পারত না! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত