নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা।
বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা।
গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’
সূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা।
সফরসূচি
১৬ অক্টোবর ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে. দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর ঢাকা ছাড়বে প্রোটিয়ারা
সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা।
বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা।
গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’
সূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা।
সফরসূচি
১৬ অক্টোবর ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে. দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর ঢাকা ছাড়বে প্রোটিয়ারা
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে