Ajker Patrika

দক্ষিণ আফ্রিকা দিল সুখবর, আসবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৪
দক্ষিণ আফ্রিকা দিল সুখবর, আসবে বাংলাদেশে

সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা। 

বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা। 

গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’ 

সূচিসূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা। 

সফরসূচি
১৬ অক্টোবর              ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর         প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে.          দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর                   ঢাকা ছাড়বে প্রোটিয়ারা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত