গত দুই বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপেও শুরুটা বাজে হয়েছিল আফগানিস্তানের। বাংলাদেশ, ভারত-এশিয়ার এই দুই দলের কাছে বিধ্বস্ত হয়েছিল আফগানরা। বিধ্বস্ত আফগানরা গতকাল ঘুরে দাঁড়ায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় আফগানরা। এই জয় বিশ্বকাপে আফগানদের অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী।
দিল্লিতে গতকাল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের জয় ছিল ১ টি। ২০১৫ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে ডানেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানরা পেয়েছিল ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। এরপর গুনে গুনে টানা ১৪ ম্যাচ হারে আফগানরা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২৮৪ রান করলেও জয় নিয়ে খোদ আফগান সমর্থকেরা হয়তো অতটা আশাবাদী ছিলেন না। একেই তো ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর অনেক পরিসংখ্যান তাদের পক্ষেও কথা বলছিল। ম্যাচের চিত্র পাল্টাতে থাকে মুজিব-রশিদ-নবীর ঘূর্ণি জাদুতে হাঁসফাঁস করা ইংল্যান্ড ৪০.৩ ওভারে অলআউট হয়ে যায় ২১৫ রানে। ১০ উইকেটের ৮টিই নিয়েছেন আফগান স্পিন ত্রয়ী। ইংল্যান্ডের বিপক্ষে জয়কে নিজেদের ইতিহাসের সেরা জয় মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। সতীর্থরাও অনেক খুশি। এটা আমাদের সেরা জয়। পরের ম্যাচের আত্মবিশ্বাস আমরা পেয়ে গেছি। আমি সত্যিই খুব গর্বিত।’
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে আফগানিস্তানের শুরুটা হয়েছিল আক্রমণাত্মক। প্রথম ১৪ ওভার শেষে আফগানদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানদের স্কোর এক পর্যায়ে হয়েছে ৩৬.১ ওভার শেষে ৬ উইকেটে ১৯০ রান। শেষ পর্যন্ত তারা ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে শাহিদীর দল করেছে ২৮৪ রান। নাজিবুল্লাহ জাদরানের পরিবর্তে আসা ইকরাম আলি খিল ফিফটি করেছেন। অষ্টম উইকেটে ইকরাম আলি খিল-মুজিব উর রহমান ২৫ বলে ৪৪ রানের জুটি গড়েছেন।
সতীর্থদের প্রশংসা ঝরেছে শাহিদীর কণ্ঠে। আফগান অধিনায়কের ভাষ্য, ‘ওপেনারদের (রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান) কৃতিত্ব দেওয়া উচিত। তারা দারুণ শুরু এনে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা বেশ কিছু উইকেট মিডল ওভারে দ্রুত হারিয়েছি। ইকরাম গত দুই বছর আমাদের সঙ্গে থাকলেও তেমন সুযোগ পায়নি। তার ওপর আমার বিশ্বাস ছিল। সুযোগ দিলাম এবং আস্থার প্রতিদান সে (ইকরাম) দিয়েছে। মুজিব দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের জন্য কিছু রান করেছে।’
গত দুই বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপেও শুরুটা বাজে হয়েছিল আফগানিস্তানের। বাংলাদেশ, ভারত-এশিয়ার এই দুই দলের কাছে বিধ্বস্ত হয়েছিল আফগানরা। বিধ্বস্ত আফগানরা গতকাল ঘুরে দাঁড়ায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় আফগানরা। এই জয় বিশ্বকাপে আফগানদের অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী।
দিল্লিতে গতকাল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের জয় ছিল ১ টি। ২০১৫ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে ডানেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানরা পেয়েছিল ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। এরপর গুনে গুনে টানা ১৪ ম্যাচ হারে আফগানরা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২৮৪ রান করলেও জয় নিয়ে খোদ আফগান সমর্থকেরা হয়তো অতটা আশাবাদী ছিলেন না। একেই তো ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর অনেক পরিসংখ্যান তাদের পক্ষেও কথা বলছিল। ম্যাচের চিত্র পাল্টাতে থাকে মুজিব-রশিদ-নবীর ঘূর্ণি জাদুতে হাঁসফাঁস করা ইংল্যান্ড ৪০.৩ ওভারে অলআউট হয়ে যায় ২১৫ রানে। ১০ উইকেটের ৮টিই নিয়েছেন আফগান স্পিন ত্রয়ী। ইংল্যান্ডের বিপক্ষে জয়কে নিজেদের ইতিহাসের সেরা জয় মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। সতীর্থরাও অনেক খুশি। এটা আমাদের সেরা জয়। পরের ম্যাচের আত্মবিশ্বাস আমরা পেয়ে গেছি। আমি সত্যিই খুব গর্বিত।’
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে আফগানিস্তানের শুরুটা হয়েছিল আক্রমণাত্মক। প্রথম ১৪ ওভার শেষে আফগানদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানদের স্কোর এক পর্যায়ে হয়েছে ৩৬.১ ওভার শেষে ৬ উইকেটে ১৯০ রান। শেষ পর্যন্ত তারা ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে শাহিদীর দল করেছে ২৮৪ রান। নাজিবুল্লাহ জাদরানের পরিবর্তে আসা ইকরাম আলি খিল ফিফটি করেছেন। অষ্টম উইকেটে ইকরাম আলি খিল-মুজিব উর রহমান ২৫ বলে ৪৪ রানের জুটি গড়েছেন।
সতীর্থদের প্রশংসা ঝরেছে শাহিদীর কণ্ঠে। আফগান অধিনায়কের ভাষ্য, ‘ওপেনারদের (রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান) কৃতিত্ব দেওয়া উচিত। তারা দারুণ শুরু এনে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা বেশ কিছু উইকেট মিডল ওভারে দ্রুত হারিয়েছি। ইকরাম গত দুই বছর আমাদের সঙ্গে থাকলেও তেমন সুযোগ পায়নি। তার ওপর আমার বিশ্বাস ছিল। সুযোগ দিলাম এবং আস্থার প্রতিদান সে (ইকরাম) দিয়েছে। মুজিব দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের জন্য কিছু রান করেছে।’
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১৩ ঘণ্টা আগে