Ajker Patrika

পরের ম্যাচেই খেলবেন সাকিব, বলছেন কলকাতা কোচ 

পরের ম্যাচেই খেলবেন সাকিব, বলছেন কলকাতা কোচ 

আরও একটি হারে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার সমীকরণ যখন কঠিন হয়ে পড়েছে, সমালোচনার মুখে পড়েছেন দলটির অধিনায়ক এউইন মরগান। মরগানের অফ ফর্মের পাশাপাশি সাকিব আল হাসানকে একাদশে না রাখার কারণেও কম সমালোচনা সহ্য করতে হচ্ছে না দলটিকে। 

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে এখনো কলকাতার একাদশে দেখা যায়নি সাকিবকে। এ নিয়ে বেশ ভালোভাবেই প্রশ্ন উঠছে। সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালামও। 

বিশেষ করে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে সাকিবকে না রাখাটাকে অযৌক্তিক বলছেন অনেকে। স্বদেশি টিম সেইফার্টকে খেলাতে গিয়ে একাদশে একজন বোলার কম রেখেছিলেন ম্যাককালাম। কলকাতাকে সেটার খেসারত দিতে হয়েছে খণ্ডকালীন বোলার দিয়ে কাজ চালিয়ে ম্যাচ হেরে। ম্যাচ শেষে অবশ্য এ নিয়ে কথা বলেছেন ম্যাককালাম। পরের ম্যাচেই সাকিবকে একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। 

ম্যাককালাম বলেছেন, ‘সাকিব শিগগিরই একাদশে ফিরবে। আমাদের হাতে অনেক অপশন আছে। সিপিএলে টিম সেইফার্ট দুর্দান্ত করেছিল। তাকে নিয়ে আমরা মিডল অর্ডার শক্তিশালী করতে চেয়েছিলাম। সাকিব একাদশের বিবেচনায় সব সময়ই আছে। তার বাঁহাতি বোলিং ও ব্যাটিংয়ের কারণে আমরা তাকে শীর্ষ তিন ব্যাটারের একজন ভাবছি।’ 

চোটে পড়ে গত দুই ম্যাচ একাদশে ছিলেন না আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেল না থাকায় সাকিবকে নেওয়ার পক্ষে ছিল টিম কম্বিনেশনও। সে পথে না হেঁটে ব্যাটিংয়ের কথা চিন্তা করে কলকাতা খেলিয়েছে একজন বাড়তি ব্যাটার। তবে এবার সাকিবকে নিয়ে একাদশে পরিবর্তন আনার কথা বলছেন ম্যাককালাম, ‘সে (সাকিব) মিডল অর্ডারেও কাজে লাগতে পারে। পরের ম্যাচের ভাবনায় সে নিশ্চিতভাবেই থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত