দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।
সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ। ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।
সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ। ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে