Ajker Patrika

অথচ নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় এই ক্রিকেটার ছিলেন নার্ভাস

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০: ৪৮
৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বরুণ চক্রবর্তী। ছবি: এএফপি
৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বরুণ চক্রবর্তী। ছবি: এএফপি

ইনিংসে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। ভারতের জার্সিতে এই নিয়ে তিনবার ইনিংসে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে গতকাল দুবাইয়ে দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। অথচ এই ম্যাচ খেলার সময়ই কি না বরুণ নার্ভাস ছিলেন!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বরুণ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যান এক ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে। দুবাইয়ে গতকাল ভারত-নিউজিল্যান্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা ছিল তাঁর দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচেই ভারতীয় রহস্যময় স্পিনার ১০ ওভারে ৪২ রানে নিয়েছেন ৫ উইকেট। উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি—এই পাঁচ কিউই ব্যাটারকে ফিরিয়ে ওয়ানডেতে ইনিংসে প্রথমবার ৫ উইকেট নিলেন বরুণ। যেখানে একটা পর্যায়ে ২৫০ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডের ৪৪.১ ওভারে স্কোর ছিল ৭ উইকেটে ১৯৫। তখনই স্যান্টনারকে ফিরিয়ে কিউইদের শেষ আশাটুকু নষ্ট করে দেন বরুণ।

৪৪ রানে জিতে ভারত ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে। দুর্দান্ত এই জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বরুণ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম। ভারতের জার্সিতে তেমন ওয়ানডে তো খেলিনি। তাই নার্ভাস মনে হচ্ছিল। তবে খেলা যতই এগিয়েছে, ভালো লেগেছে। বিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক সবাই আমার সঙ্গে কথা বলছিলেন এবং মাথা ঠান্ডা রাখতে বলেছেন।’

নিউজিল্যান্ডের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। বরুণের ৫ উইকেটের পাশাপাশি কুলদীপ যাদব নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। যেখানে কেইন উইলিয়ামসনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন অক্ষর। আর ৪৬তম ওভারের তৃতীয় বলে উইলিয়াম ও’রুর্ককে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন কুলদীপ। বরুণ বলেন, ‘এটা তেমন ঘূর্ণি উইকেট ছিল না। তবে সঠিক জায়গায় বোলিং করতে পারলে সেটা কাজে দেবে। কুলদীপ, জাড্ডু, অক্ষর যা বোলিং করলেন, এমনকি পেসাররাও। তাতে পুরো দলীয় প্রচেষ্টায় জয় এসেছে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে দল ঘোষণার সময় প্রথমে বরুণকে রাখেইনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে জসপ্রীত বুমরা চোটে বাদ পড়ায় নাটকীয়ভাবে টুর্নামেন্টে সুযোগ পেয়ে যান বরুণ। সেই সুযোগে রেকর্ড বইয়ে বরুণ নাম লিখিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেকে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ৫২ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড।

চ্যাম্পিয়নস ট্রফির অভিষেকে সেরা বোলিং

বোলিং প্রতিপক্ষ সাল

জশ হ্যাজলউড ৬/৫২ নিউজিল্যান্ড ২০১৭

বরুণ চক্রবর্তী ৫/৪২ নিউজিল্যান্ড ২০২৫

মোহাম্মদ শামি ৫/৫৩ বাংলাদেশ ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত