Ajker Patrika

কিপটে বোলিংয়ে উইন্ডিজ পেসারের রেকর্ড, বেকায়দায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯: ৫১
৫ রানে ৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
৫ রানে ৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।

১৫.৫ ওভারে ৫ রান, ৪ উইকেট—সিলসের এমন বোলিং দেখে উইকেটের চেয়ে স্বাভাবিকভাবেই তাঁর রান খরচের দিকে চোখ পড়েছে সবার। কারণ, ওভার প্রতি ১ রানও তিনি দেননি। ০.৩১ ইকোনমিতে বোলিং করে ১৯৭৮ সাল থেকে হিসেব করলে এটাই সবচেয়ে কৃপণ বোলিং। হিসেবটা করা হয়েছে কমপক্ষে ৬০ বোলিং করা বোলারদের ক্ষেত্রে। আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০.৪২ ইকোনমিতে বোলিং করে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ।

প্রথম ইনিংসে ২ উইকেটে ৭০ রানে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এখান থেকে সফরকারীরা আর ১০০ রানও যোগ করতে পারেনি। ১৬৪ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। রেকর্ড বই তছনছ করে দেওয়া সিলস তাঁর উইকেটের হালখাতা খোলেন লিটন দাসকে ফিরিয়ে। ক্যারিবীয় পেসার এরপর নিয়েছেন তাসকিন আহমেদ, মিরাজ, নাহিদ রানা-বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট। যেখানে নাহিদকে বোল্ড করে সিলস বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। শেষ ৫ রান যোগ করতে বাংলাদেশ যে শেষ ৩ উইকেট হারিয়েছে, সবগুলোই নিয়েছেন সিলস।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। ১৩৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টে এই বাঁহাতি ব্যাটার ৪ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মিরাজ। সিলসের পর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেছেন শামার জোসেফ। ১৫ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ নিয়েছেন ২ ও ১ উইকেট।

আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে আগেভাগে। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রানে দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করেছে ৩৭ ওভার। একমাত্র উইকেটটি পেয়েছেন নাহিদ। উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাহিদ। ৪৭ বলে ১ চারে লুইস করেন ১২ রান। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত। কিসি কার্টি ব্যাটিং করছেন ১৯ রানে।

ব্র্যাথওয়েট অবশ্য ২৬ রানেই ফিরতে পারতেন। তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভারে ক্যাচ মিস করেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। এখন স্বাগতিকেরা আজ রাতে তৃতীয় দিনের খেলা শুরু করবে ৯ উইকেট হাতে নিয়ে। তারা পিছিয়ে এখনো ৯৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

News Hub