Ajker Patrika

ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে প্রশ্ন তুলল দক্ষিণ আফ্রিকাও

ক্রীড়া ডেস্ক   
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে। ছবি: ক্রিকইনফো
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে। ছবি: ক্রিকইনফো

আয়োজক পাকিস্তান হলেও অতিরিক্ত সুবিধা পাচ্ছে ভারত—গত কদিন ধরে এটা নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। কারণ, টুর্নামেন্টটি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। যেখানে ভারত সব ম্যাচই খেলছে মরুর দেশে। এই ব্যাপারে এবার প্রশ্ন তুলল দক্ষিণ আফ্রিকাও।

নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল গত ১৭ বছর ধরে পাকিস্তান সফর করছে না। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যত্যয় ঘটেনি। অন্যান্য দলের যেমন এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াত করতে হচ্ছে, ভারতের সেটা হচ্ছে না। কারণ, রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলছেন দুবাইয়ে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আয়োজক পাকিস্তানকেও যেতে হয়েছে দুবাইয়ে।

দক্ষিণ আফ্রিকাকে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে করাচি-রাওয়ালপিন্ডি-করাচি ভ্রমণ করতে হয়েছে। করাচিতে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডাসেন বলেন, ‘অবশ্যই এটা বাড়তি সুবিধা। পাকিস্তানকে এই ব্যাপারে মন্তব্য করতে দেখেছি। তবে এটা তো সত্যি যে ভারত সুবিধা পাচ্ছে। যদি আপনি একই জায়গায় অবস্থান করেন, তাহলে থাকবেন একই হোটেলেই। অনুশীলন, খেলার সুবিধা সব পাচ্ছেন একই মাঠেই। খেলছেন প্রতিবার একই পিচে। এটা বুঝতে মনে হয় না কারও রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার আছে।’

গ্রুপ পর্বের ম্যাচই নয়, ভারত নকআউট পর্বের ম্যাচও খেলবে দুবাইয়ে। সেমিফাইনালে তো রোহিতের দল উঠেই গেছে। যদি ভারত ফাইনালে ওঠে, সেক্ষেত্রে লাহোরের পরিবর্তে দুবাইয়ে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ডাসেনের মতে ভারত বাদে অন্যান্য দলগুলোর বারবার কন্ডিশন বদলে যাওয়ায় মানিয়ে নিতে একটু সমস্যা হবে। ৩৬ বছর বয়সী প্রোটিয়া এই ব্যাটার বলেন, ‘সাধারণভাবেই বলে দেওয়া যায় সেখানে (দুবাই) সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলতে যাওয়া দলের জন্য বাড়তি চাপ হবে। কারণ সেখানে তারা বিদেশি হিসেবেই খেলতে যাচ্ছে। কিন্তু ভারত তো পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে।’

টেস্টে ডাসেন খুব একটা নিয়মিত নন। সবশেষ তিনি টেস্ট খেলেছেন ২০২২-এর ডিসেম্বরে। এ বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের নেই বললেই চলে। চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—আইসিসির সাদা বলের ইভেন্ট হবে এই দুটি। তবে এটাই সবশেষ কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছেন বলে ডাসেন ইঙ্গিত দিয়েছেন।

‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩ হলেও নেট রানরেটের কারণে গ্রুপে শীর্ষে প্রোটিয়ারা। তবে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ওপরই চাপটা বেশি। কারণ, লাহোরে আজ হতে যাওয়া অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচের জয়ী দল খেলবে সেমিফাইনালের টিকিট। আর ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের জয়ের কোনো বিকল্প নেই। যদি ইংলিশরা সান্ত্বনার জয় পায়, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজবে দক্ষিণ আফ্রিকার।

চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না প্যাট কামিন্স। তিনি কদিন আগে দাবি করেছিলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও ভোল পাল্টাতে বেশি সময় তিনি নেননি। তবে নাসের হুসেইন, মাইকেল আথারটনরা টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত