Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০: ০৯
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ  অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

চার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

ব্যাটিং অর্ডারে শান্তকে আজ ৪ নম্বরে ব্যাটিং করতে হতে পারে। কারণ, ৩ নম্বরেই সচরাচর ব্যাটিং করেন অভিজ্ঞ মুমিনুল হক। মুমিনুলের সঙ্গে থাকছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।

জিম্বাবুয়েও একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির সঙ্গে পেস আক্রমণে থাকছেন ভিক্টর নিয়াউচি। একাদশে আছেন দুই অভিজ্ঞ শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। দলের নেতৃত্বভার থাকছে আরভিনের কাঁধে।

জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আরও আছেন ওয়েসলি মাধেভেরে, বেন কারেন, ব্রায়ান বেনেট, নিয়াশা মায়াভো, নিকোলাস ওয়েলচ। যাঁদের মধ্যে উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মায়াভো। একাদশে আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ

জিম্বাবুয়ে একাদশ

শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত