প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
১৮ মিনিট আগেবড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৯ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১১ ঘণ্টা আগেবড় বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশাই জিতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। সে হিসেবে হংকং তাদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিয়েছে আফগানরা।
১২ ঘণ্টা আগে