প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে