Ajker Patrika

মাঠে নামছে স্পেন-পর্তুগালও, খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০: ৪৯
নিকো উইলিয়াম ও লামিন ইয়ামাল প্রস্তুত ডাচদের চ্যালেঞ্জ মোকাবিলায়। ছবি: এএফপি
নিকো উইলিয়াম ও লামিন ইয়ামাল প্রস্তুত ডাচদের চ্যালেঞ্জ মোকাবিলায়। ছবি: এএফপি

উয়েফা নেশনস লিগে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা হচ্ছে স্পেন-নেদারল্যান্ডসের। ডেনমার্কের বিপক্ষে খেলবে পর্তুগাল। ফ্রান্স খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ইতালি-জার্মানির আগুনো ম্যাচ। দেখে নিন খেলা দেখার ঠিকানা।

ফুটবল

উয়েফা নেশনস লিগ

তুরস্ক-হাঙ্গেরি

রাত ১১টা, সরাসরি

ক্রোয়েশিয়া-ফ্রান্স

রাত ১টা ৪৫ মি. , সরাসরি

সনি টেন ১

আর্মেনিয়া-জর্জিয়া

রাত ১১টা, সরাসরি

ডেনমার্ক-পর্তুগাল

রাত ১টা ৪৫ মি. , সরাসরি

সনি টেন ২

নেদারল্যান্ডস-স্পেন

রাত ১টা ৪৫ মি. , সরাসরি

সনি টেন ৩

ইতালি-জার্মানি

রাত ১টা ৪৫ মি. , সরাসরি

সনি টেন ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত