Ajker Patrika

করোনায় আইপিএল হবে তো?

স্পোর্টস ডেস্ক
করোনায় আইপিএল হবে তো?

আইপিএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। করোনা যেভাবে আবার বাড়তে শুরু করেছে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আয়োজকদের। ভারতে করোনা সংক্রমণের নতুন ঢেউ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। অথচ এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের অনেকগুলো ম্যাচ।

মাঠকর্মী থেকে শুরু করে মাঠের ক্রিকেটার, করোনা থেকে রেহায় পাচ্ছে না কেউই। দিল্লি ক্যাপিটালসে অক্ষর প্যাটেলের পর করোনা পজেটিভ হলেন ব্যাঙ্গালুরের ওপেনার দেবদূত পাড়িক্কাল। এরও আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন নাইট রাইডার্সের ঈশান কিষান।

মুম্বাইয়ে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি। গতকাল একদিনে ৮৬০০ জন আক্রান্তের খবর জানিয়েছে দেশটি। আক্রান্ত হয়েছেন ওয়েংখেরের ১০ মাঠকর্মীও। তবুও ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন বলছে, ‘আমাদের পর্যাপ্ত মাঠকর্মী আছে। তাঁরা ৫ এপ্রিল থেকে মুম্বাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন। মাঠের ক্রিকেটে করোনা বড় বাধা হয়ে দাঁড়াবে না।’

প্রয়োজনে ম্যাচ ভেন্যু পরিবর্তনের চিন্তা আছে আয়োজকদের। তবে এখন পর্যন্ত মুম্বাই তাঁদের আগের পরিকল্পনাতেই স্থির আছে। আইপিএলের মুম্বাই পর্ব ১৫ দিনের। ভারতীয় বোর্ড কর্তারা তাই খুব বেশি চিন্তিত নন। তাঁরা মনে করেন, এ ক্রান্তিকাল দ্রুত কেটে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত