গানের ছন্দে মাথা দোলানো এত দিন মানুষের সহজাত প্রবণতা হিসেবেই মনে করা হতো। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ইঁদুরও লেডি গাগা কিংবা মোজার্টের গানের সঙ্গে মানুষের মতো মাথা দোলাতে পারে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকেরা ১০টি ইঁদুরের সামনে লেডি গাগার বর্ন দিস ওয়ে, কুইন্স আদার ওয়ান বাইটস দ্য ডাস্ট, মোজার্টের সোনাটা ফর টু পিয়ানো ডি মেজর, মাইকেল জ্যাকসনের বিট ইট এবং মেরুন ফাইভের সুগার বাজানো হয়। বিস্ময়করভাবে দেখা গেছে, ইঁদুরেরা মাথা দোলাচ্ছে। তাদের মাথার নড়াচড়া পরিমাপ করার জন্য বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল।
স্কাই নিউজ এক প্রতিবেদনে বলেছে, যেসব গানে প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০ বিট রয়েছে, সেই সব গানের ক্ষেত্রে মানুষ সাধারণত প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে গবেষকেরা দেখেছেন, ইঁদুরেরা প্রতি মিনিটে ১৩২ বিট বাজানোর সময় মানুষের মতোই তাল মিলিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিরোকাজু তাকাহাশি বলেছেন, ‘ইঁদুরগুলোকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাদের মধ্যে সংগীত শোনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তার পরেও তারা সহজাতভাবেই ১২০ থেকে ১৪০ বিট বাজানোর সময় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
হিরোকাজু তাকাহাশি আরও বলেছেন, ‘প্রাণীর মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এই গবেষণা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’
গানের ছন্দে মাথা দোলানো এত দিন মানুষের সহজাত প্রবণতা হিসেবেই মনে করা হতো। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ইঁদুরও লেডি গাগা কিংবা মোজার্টের গানের সঙ্গে মানুষের মতো মাথা দোলাতে পারে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকেরা ১০টি ইঁদুরের সামনে লেডি গাগার বর্ন দিস ওয়ে, কুইন্স আদার ওয়ান বাইটস দ্য ডাস্ট, মোজার্টের সোনাটা ফর টু পিয়ানো ডি মেজর, মাইকেল জ্যাকসনের বিট ইট এবং মেরুন ফাইভের সুগার বাজানো হয়। বিস্ময়করভাবে দেখা গেছে, ইঁদুরেরা মাথা দোলাচ্ছে। তাদের মাথার নড়াচড়া পরিমাপ করার জন্য বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল।
স্কাই নিউজ এক প্রতিবেদনে বলেছে, যেসব গানে প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০ বিট রয়েছে, সেই সব গানের ক্ষেত্রে মানুষ সাধারণত প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে গবেষকেরা দেখেছেন, ইঁদুরেরা প্রতি মিনিটে ১৩২ বিট বাজানোর সময় মানুষের মতোই তাল মিলিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিরোকাজু তাকাহাশি বলেছেন, ‘ইঁদুরগুলোকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাদের মধ্যে সংগীত শোনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তার পরেও তারা সহজাতভাবেই ১২০ থেকে ১৪০ বিট বাজানোর সময় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
হিরোকাজু তাকাহাশি আরও বলেছেন, ‘প্রাণীর মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এই গবেষণা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’
‘ইভেন্টউড’ নামে একটি মার্কিন কোম্পানি এমন এক ধরনের কাঠ তৈরি করেছে, যার শক্তি ইস্পাতের চেয়ে প্রায় ১০ গুণ বেশি এবং ওজন ছয় গুণ কম। এই কাঠের নাম দেওয়া হয়েছে ‘সুপারউড’। কোম্পানিটি ইতিমধ্যে বাণিজ্যিকভাবে এই কাঠের উৎপাদন শুরু করেছে।
২ দিন আগেআন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান রসায়নবিদ ড. ওমর ইয়াঘি রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। তিনি দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে রসায়নে নোবেল জয় করলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং শুষ্ক অঞ্চল থেকে পানীয় জল সংগ্রহের প্রযুক্তিতে তাঁর যুগান্তকারী গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।
৮ দিন আগেচলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। আজ বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে, তাঁরা ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কসের বিকাশ’ ঘটানোর জন্য এ সম্মাননা পাচ্ছেন।
৮ দিন আগেপদার্থবিজ্ঞানের একটি অন্যতম প্রধান প্রশ্ন হলো—কত বড় ব্যবস্থার (system) মধ্যে কোয়ান্টাম বলবিদ্যার প্রভাব দৃশ্যমান করা সম্ভব? এ বছরের নোবেল বিজয়ীরা একটি বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করে এমন একটি ব্যবস্থায় কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও কোয়ান্টাইজড শক্তির স্তর প্রমাণ করেছেন—যেটির আকার রীতিমতো...
৯ দিন আগে