২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত কেপ কড উপদ্বীপ অঞ্চলে সন্তানসম্ভবা পোরবিগল হাঙরের শরীরে শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেছিলেন বিজ্ঞানীরা। মূলত এর বাসস্থান এবং গতিবিধি জানাই ছিল এর লক্ষ্য।
সিএনএন জানিয়েছে, ৭ ফুট ২ ইঞ্চি দীর্ঘ ওই হাঙরটি পোরবিগল এবং এই প্রজাতির ছানাদের জন্য গুরুত্বপূর্ণ আবাস শনাক্ত করার জন্য একটি বিস্তৃত গবেষণার অংশ ছিল। কারণ সমুদ্রে অতিরিক্ত মৎস্য আহরণের দরুন এদের বাসস্থানগুলো প্রায় সময়ই ক্ষতিগ্রস্ত হয়। হাঙরটির শরীরে দুই ধরনের স্যাটেলাইট ট্যাগ বসানো হয়েছিল। এর একটি হাঙরটির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করত এবং অন্যটি দিয়ে হাঙরটি সমুদ্রের কত গভীরে এবং কেমন তাপমাত্রার মধ্যে আছে সেই সম্পর্কে জানা যেতো।
শনাক্তকরণ ট্যাগ বসানোর পর পাঁচ মাস ভালোই চলেছিল। স্বাভাবিক আচরণের মধ্য দিয়ে মা হাঙরটির জীবনযাত্রা এগিয়ে যাচ্ছিল। সমুদ্রের বিভিন্ন গভীরতা এবং তাপমাত্রায় এটি বিচরণ করেছিল। কিন্তু বিপত্তি ঘটে ২০২১ সালে মার্চ মাসে। সেবার হঠাৎ করেই হাঙরটি নিরুদ্দেশ হয়ে যায়। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ট্যাগ ভেসে ওঠার আগে এটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল সমুদ্রের ১ হাজার ৯৬৮ ফুট গভীরে।
বিজ্ঞানীরা দাবি করেছেন, এমন গভীর স্থান থেকে একটি হাঙর হারিয়ে যাওয়ার অর্থ হলো এটিকে আরেকটি বড় শিকারি গ্রাস করেছে। সম্ভবত সেই শিকারিটিও হাঙর। হতে পারে ওই শিকারিটি গ্রেট হোয়াইট কিংবা শর্টফিন মাকোর মতো একটি উষ্ণ রক্তের ল্যামনিড হাঙর।
তাপমাত্রার আকস্মিক বৃদ্ধি এবং ডুব দেওয়ার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন বিষয় বিবেচনা করেই গবেষকেরা এই উপসংহারে পৌঁছেছেন যে, পোরবিগল হাঙরটি অন্যের খাদ্য হয়েছে। কোনো পোরবিগল হাঙরকে অন্য হাঙর দ্বারা শিকার হওয়ার এটাই প্রথম নথিভুক্ত উদাহরণ। হাঙরটি জীবিত থাকলে এর অবস্থানের ডেটা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যেত বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। কিন্তু ডেটা বন্ধ হয়ে যাওয়া এটাই নিশ্চিত করে যে হাঙরটি আর বেঁচে নেই।
হাঙরটির সম্ভাব্য শিকারি হিসেবে বিজ্ঞানীরা গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরকেই সবচেয়ে বেশি সন্দেহ করছেন। কারণ এই প্রজাতির হাঙরেরা বিশাল আকার এবং মারাত্মক শিকারি হিসেবে পরিচিত। ফলে তুলনামূলক ছোট আকৃতি পোরবিগল হাঙরকে এরা সহজেই পরাস্ত করতে পারে। অন্যদিকে ডাইভিং প্যাটার্ন ট্যাগের ডেটার সঙ্গে বেশি মিল না থাকায় ওই ঘটনার জন্য শর্টফিন মাকোস হাঙরকে কম সন্দেহ করেছিলেন বিজ্ঞানীরা।
গবেষকদের এই অনুসন্ধানটি বড় হাঙরের মধ্যে জটিল মিথস্ক্রিয়াগুলোর ওপর আলোকপাত করে। এটি দেখায়, পোরবিগলের মতো শীর্ষ শিকারিও অন্য হাঙরের শিকার হতে পারে। পোরবিগল হাঙরের সংখ্যা এখন হুমকির মুখে। এর মধ্যে গর্ভবতী একটি পোরবিগল মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিঃসন্দেহ এই প্রজাতির জন্য অনেক বড় একটি ক্ষতি।
গবেষণাটির প্রধান লেখক ড. ব্রুক অ্যান্ডারসন হাঙর সংরক্ষণের জন্য এই ধরনের শিকারের ঘটনা আরও অনুসন্ধান করা উচিত বলে মনে করেন।
সাম্প্রতিক গবেষণাটির সঙ্গে জড়িত না হলেও এটির উপসংহারকে সমর্থন করেছেন হাঙর জীববিজ্ঞানী ড. অ্যাড্রিয়ান গুটারিজ। তিনিও মনে করেন, গ্রেট হোয়াইট হাঙরই পোরবিগলটিকে খেয়ে ফেলেছে।
২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত কেপ কড উপদ্বীপ অঞ্চলে সন্তানসম্ভবা পোরবিগল হাঙরের শরীরে শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেছিলেন বিজ্ঞানীরা। মূলত এর বাসস্থান এবং গতিবিধি জানাই ছিল এর লক্ষ্য।
সিএনএন জানিয়েছে, ৭ ফুট ২ ইঞ্চি দীর্ঘ ওই হাঙরটি পোরবিগল এবং এই প্রজাতির ছানাদের জন্য গুরুত্বপূর্ণ আবাস শনাক্ত করার জন্য একটি বিস্তৃত গবেষণার অংশ ছিল। কারণ সমুদ্রে অতিরিক্ত মৎস্য আহরণের দরুন এদের বাসস্থানগুলো প্রায় সময়ই ক্ষতিগ্রস্ত হয়। হাঙরটির শরীরে দুই ধরনের স্যাটেলাইট ট্যাগ বসানো হয়েছিল। এর একটি হাঙরটির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করত এবং অন্যটি দিয়ে হাঙরটি সমুদ্রের কত গভীরে এবং কেমন তাপমাত্রার মধ্যে আছে সেই সম্পর্কে জানা যেতো।
শনাক্তকরণ ট্যাগ বসানোর পর পাঁচ মাস ভালোই চলেছিল। স্বাভাবিক আচরণের মধ্য দিয়ে মা হাঙরটির জীবনযাত্রা এগিয়ে যাচ্ছিল। সমুদ্রের বিভিন্ন গভীরতা এবং তাপমাত্রায় এটি বিচরণ করেছিল। কিন্তু বিপত্তি ঘটে ২০২১ সালে মার্চ মাসে। সেবার হঠাৎ করেই হাঙরটি নিরুদ্দেশ হয়ে যায়। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ট্যাগ ভেসে ওঠার আগে এটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল সমুদ্রের ১ হাজার ৯৬৮ ফুট গভীরে।
বিজ্ঞানীরা দাবি করেছেন, এমন গভীর স্থান থেকে একটি হাঙর হারিয়ে যাওয়ার অর্থ হলো এটিকে আরেকটি বড় শিকারি গ্রাস করেছে। সম্ভবত সেই শিকারিটিও হাঙর। হতে পারে ওই শিকারিটি গ্রেট হোয়াইট কিংবা শর্টফিন মাকোর মতো একটি উষ্ণ রক্তের ল্যামনিড হাঙর।
তাপমাত্রার আকস্মিক বৃদ্ধি এবং ডুব দেওয়ার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন বিষয় বিবেচনা করেই গবেষকেরা এই উপসংহারে পৌঁছেছেন যে, পোরবিগল হাঙরটি অন্যের খাদ্য হয়েছে। কোনো পোরবিগল হাঙরকে অন্য হাঙর দ্বারা শিকার হওয়ার এটাই প্রথম নথিভুক্ত উদাহরণ। হাঙরটি জীবিত থাকলে এর অবস্থানের ডেটা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যেত বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। কিন্তু ডেটা বন্ধ হয়ে যাওয়া এটাই নিশ্চিত করে যে হাঙরটি আর বেঁচে নেই।
হাঙরটির সম্ভাব্য শিকারি হিসেবে বিজ্ঞানীরা গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরকেই সবচেয়ে বেশি সন্দেহ করছেন। কারণ এই প্রজাতির হাঙরেরা বিশাল আকার এবং মারাত্মক শিকারি হিসেবে পরিচিত। ফলে তুলনামূলক ছোট আকৃতি পোরবিগল হাঙরকে এরা সহজেই পরাস্ত করতে পারে। অন্যদিকে ডাইভিং প্যাটার্ন ট্যাগের ডেটার সঙ্গে বেশি মিল না থাকায় ওই ঘটনার জন্য শর্টফিন মাকোস হাঙরকে কম সন্দেহ করেছিলেন বিজ্ঞানীরা।
গবেষকদের এই অনুসন্ধানটি বড় হাঙরের মধ্যে জটিল মিথস্ক্রিয়াগুলোর ওপর আলোকপাত করে। এটি দেখায়, পোরবিগলের মতো শীর্ষ শিকারিও অন্য হাঙরের শিকার হতে পারে। পোরবিগল হাঙরের সংখ্যা এখন হুমকির মুখে। এর মধ্যে গর্ভবতী একটি পোরবিগল মায়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিঃসন্দেহ এই প্রজাতির জন্য অনেক বড় একটি ক্ষতি।
গবেষণাটির প্রধান লেখক ড. ব্রুক অ্যান্ডারসন হাঙর সংরক্ষণের জন্য এই ধরনের শিকারের ঘটনা আরও অনুসন্ধান করা উচিত বলে মনে করেন।
সাম্প্রতিক গবেষণাটির সঙ্গে জড়িত না হলেও এটির উপসংহারকে সমর্থন করেছেন হাঙর জীববিজ্ঞানী ড. অ্যাড্রিয়ান গুটারিজ। তিনিও মনে করেন, গ্রেট হোয়াইট হাঙরই পোরবিগলটিকে খেয়ে ফেলেছে।
ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
৫ ঘণ্টা আগেপৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিগত কয়েক দশক ধরে গবেষণা পরিচালনা করেছেন বিজ্ঞানীরা। এবার সেই উত্তরের খোঁজে আরেক ধাপ এগোল মানবজাতি। নাসার জ্যোতির্বিদরা দাবি করেছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে ‘কে২–১৮ বি’ নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে...
১১ ঘণ্টা আগেচিংড়ি চাষের জন্য এক অমানবিক পদ্ধতি বেছে নেন খামারিরা। এটি এমন পদ্ধতি, যেখানে স্ত্রী চিংড়ির একটি বা উভয় চোখই কেটে বা উপড়ে ফেলা হয়। শুনতে এটি জলজ প্রাণী চাষে ব্যবহৃত বহুল প্রচলিত ও কার্যকর পদ্ধতি। ক্রাস্টেসিয়ান (খোলসযুক্ত জলজ প্রাণী) প্রাণীদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পদ্ধতি। মূলত বাণিজ্যিক
১ দিন আগেজনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি আরও পাঁচ নারীকে গতকাল সোমবার মহাকাশে এক সংক্ষিপ্ত অভিযানে গিয়েছিলেন। তাঁদের বহন করে নিয়ে গিয়েছিল বিলিয়নিয়ার জেফ বেজোসের একটি রকেট। বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বোয়ে, বিজ্ঞানী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক...
২ দিন আগে