প্রযুক্তি ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
অতীতের দিকে তাকালে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা যায়। সময়ে সময়ে এই গ্রহের তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। একবার উষ্ণ হয়ে উঠেছে, আবার বরফযুগ শুরু হয়েছে। এই পরিবর্তনগুলো কখনোই স্থায়ী নয়। কিছু সময় পর পৃথিবী বর্তমানে উষ্ণ পরিবেশে ফিরে আসে। তবে নতুন এক গবেষণায় জানা যায়, আজ থেকে ১১
৯ ঘণ্টা আগেবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক দল। তারা একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কারণ এই ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ...
২ দিন আগেহিমশীতল বরফে আচ্ছাদিত প্রত্যন্ত আর্কটিক অঞ্চলে বসবাস করে বিশালদেহী সাদা লোমের পোলার বিয়ার বা মেরু ভালুক। এই তীব্র ঠান্ডায় থাকলেও তাদের লোমে বরফ জমে না। তাই মেরু ভালুকের লোম নিয়ে বেশ আগ্রহী হন বিজ্ঞানীরা। প্রাণীটির লোম নিয়ে গবেষণা করে এর কারণ খুঁজে পেয়েছেন তাঁরা। মূলত তৈলাক্ত হওয়ায় লোমগুলো জমে যায়
২ দিন আগেনরওয়ের মূল ভূখণ্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আর্কটিক সার্কেলের ওপরে এবং উত্তর মেরুর কাছাকাছি মানবজাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ লুকিয়ে রয়েছে। এটি কয়লা, তেল বা মূল্যবান খনিজ নয়, বরং বীজ।
৩ দিন আগে