Ajker Patrika

সূর্যের পৃষ্ঠে ৬২ হাজার মাইল উঁচু প্লাজমার ঝরনা, ছবি তুললেন বিজ্ঞানীরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২: ০৩
সূর্যের পৃষ্ঠে ৬২ হাজার মাইল উঁচু প্লাজমার ঝরনা, ছবি তুললেন বিজ্ঞানীরা

সূর্যের পৃষ্ঠে একটি অত্যাশ্চর্য সৌর ‘জলপ্রপাত’ দেখা গেছে। গত ৯ মার্চ জ্যোতির্বিজ্ঞানী এডুয়ার্ডো শ্যাবার্গার পাউপেউর তোলা ছবিতে এই সৌর জলপ্রপাতের দেখা পাওয়া যায়। প্লাজমার তৈরি এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ১ লাখ হাজার কিলোমিটার বা প্রায় ৬২ হাজার মাইল। এই উচ্চতায় প্রায় ৮টি পৃথিবীর জায়গা হবে। 

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই উচ্চতা থেকে প্লাজমা আবার সূর্যের দিকে ফিরে আসায় এটিকে একটি জলপ্রপাতের মতো মনে হয়েছে। 

পাউপেউ বলেন, ‘আমার কম্পিউটার স্ক্রিনে ছবিটি দেখে মনে হচ্ছিল প্লাজমার শত শত ফোয়ারা একটি প্রাচীরের নিচে ছিটকে পড়ছে। দৃশ্যটি আমাকে বাকরুদ্ধ করে দেয়।’ বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, প্লাজমা ২২ হাজার ৩৭০ মাইল পর্যন্ত গতিতে নিচে নামছিল।

প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। মূলত কঠিন, তরল ও বায়বীয়র ছাড়া পদার্থের আরেকটি অবস্থা হলো প্লাজমা। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

এলাকার খবর
Loading...