প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
পানির নিচে কোনো অবকাঠামো তৈরির জন্য ঝালাই করার প্রয়োজন হতে পারে। যেমন: গভীর পানিতে সেতুর পিলার, বড় জাহাজ মেরামত, তেল বা গ্যাসের রিগ বা পাইপলাইন মেরামতের জন্য পানির নিচে ঝালাই করার প্রয়োজন হয়।
পানির নিচে ঝালাইকে ইংরেজিতে হাইপারবারিক ওয়েল্ডিং বলে। ১৯৩২ সালে রুশ ধাতুবিদ কনস্তান্তিন ক্রেনভ হাইপারবারিক ওয়েল্ডিং উদ্ভাবন করেন। সেই সময় থেকে পানির মধ্যে জাহাজ, পাইপলাইন মেরামতের জন্য বিশ্বব্যাপী এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
এই ঝালাই দুই রকমের হয়। একটি হলো, ড্রাই বা শুকনো ঝালাই। এই ঝালাইয়ের ক্ষেত্রে চাপযুক্ত বায়ুরুদ্ধ স্থান তৈরি করা হয়। ইস্পাত জোড়া লাগানোর জন্যই সবচেয়ে বেশি ঝালাই করা হয়।
আর ওয়েট বা ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে পানির মধ্যেই সরাসরি ঝালাই করা হয়। শুকনো ঝালাই ভেজা ঝালাইয়ের চেয়ে টেকসই হয়। কারণ শুকনো ঝালাইয়ের ক্ষেত্রে পরিবেশ নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে ঝালাইয়ের পূর্বে ও পরে প্রয়োজনীয় তাপ দেওয়া যায়।
পানির নিচে ঝালাইয়ের মান নির্ধারণ করা কঠিন। বিশেষ করে ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে। কারণ পানির নিচে কোনো ত্রুটি ধরতে পারা কঠিন।
পরীক্ষাগারে ২ হাজার ৫০০ মিটার গভীরতায় ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা যায়। তবে কিন্তু শুষ্ক ঝালাইয়ের ক্ষেত্রে ৪০০ মিটারের বেশি গভীরতায় অনুমতি দেওয়া হয় না।
ড্রাই বা শুকনো ঝালাইয়ের ক্ষেত্রে ঝালাই করা অংশ ঘিরে একটি হাইপারবারিক চেম্বার (আবদ্ধ স্থান) ব্যবহার করা হয়। পানি বের করার জন্য ও শুকনো পরিবেশ তৈরি করতে চেম্বারটি গ্যাস (সাধারণত অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ ব্যবহার করা হয়) দিয়ে পূর্ণ করা হয়। ঝালাই করার সময় ওয়েল্ডারদের বা ঝালাই কর্মীদের যেন ডিকম্প্রেশন সিকনেস (নিম্ন চাপে অস্বস্তি) না হয়, সে জন্য চেম্বারের চাপ সঠিক মাত্রায় রাখতে হয়।
আবার অনেক সময় হাইপারবারিক চেম্বার তৈরি করা যায় না। তখন ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা হয়। ঝালাই রক্ষা করতে ও পানিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধে গ্যাসীয় বুদ্বুদ তৈরি করা হয়।
বুদ্বুদের এই অন্তরক (যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না সেটিকে অন্তরক পদার্থ বলে) স্তরটি ডুবুরিদের রক্ষা করে। কিন্তু বুদবুদগুলো ঝালাইয়ের জায়গাটিকেও ঝাপসা করে ফেলে, ফলে সঠিকভাবে ঝালাই করা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া বুদ্বুদের জন্য তাপ ছড়িয়ে যাওয়ার কারণে ঝালাইয়ের স্থান খুব দ্রুত ঠান্ডা হতে পারে। এর ফলে ঝালাইটিতে ত্রুটি দেখা দিতে পারে। অর্থাৎ ঝালাই করা স্থানে খুব দ্রুত ফাটল ধরতে পারে।
পানির নিচে ঝালাইয়ের জন্য দিকপরিবর্তী বিদ্যুৎ বা অলটারনেটিং কারেন্টের (এসি) বদলে একমুখী বিদ্যুৎ প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট (ডিসি) ব্যবহার করা হয়। কারণ পানির নিচে ঝালাইয়ের জন্য ডিসি কারেন্ট বেশি নিরাপদ।
পানির নিচে ঝালাইয়ের বিপদ রয়েছে। ওয়েল্ডার বৈদ্যুতিক শক পাওয়ার ঝুঁকি রয়েছে। এটি প্রতিরোধ করার জন্য, ঝালাইয়ের সরঞ্জামগুলো অবশ্যই সামুদ্রিক পরিবেশের জন্য উপযুক্ত হতে হয়। পেশাদার ডুবুরিদের অবশ্যই পেশাগত নিরাপত্তার ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে। বিশেষ করে শ্বাস–প্রশ্বাসের গ্যাসের বর্ধিত চাপের কারণে অসুস্থতার ঝুঁকি থাকে। অনেক ডুবুরি ডেন্টাল অ্যামালগামের গ্যালভানিক ভাঙনের সঙ্গে সম্পর্কিত ধাতব স্বাদ মুখে লাগার কথা জানিয়েছেন। এ ছাড়া দীর্ঘমেয়াদে মস্তিষ্ক ও পেশির সমস্যা হতে পারে।
পানির নিচে কোনো অবকাঠামো তৈরির জন্য ঝালাই করার প্রয়োজন হতে পারে। যেমন: গভীর পানিতে সেতুর পিলার, বড় জাহাজ মেরামত, তেল বা গ্যাসের রিগ বা পাইপলাইন মেরামতের জন্য পানির নিচে ঝালাই করার প্রয়োজন হয়।
পানির নিচে ঝালাইকে ইংরেজিতে হাইপারবারিক ওয়েল্ডিং বলে। ১৯৩২ সালে রুশ ধাতুবিদ কনস্তান্তিন ক্রেনভ হাইপারবারিক ওয়েল্ডিং উদ্ভাবন করেন। সেই সময় থেকে পানির মধ্যে জাহাজ, পাইপলাইন মেরামতের জন্য বিশ্বব্যাপী এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
এই ঝালাই দুই রকমের হয়। একটি হলো, ড্রাই বা শুকনো ঝালাই। এই ঝালাইয়ের ক্ষেত্রে চাপযুক্ত বায়ুরুদ্ধ স্থান তৈরি করা হয়। ইস্পাত জোড়া লাগানোর জন্যই সবচেয়ে বেশি ঝালাই করা হয়।
আর ওয়েট বা ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে পানির মধ্যেই সরাসরি ঝালাই করা হয়। শুকনো ঝালাই ভেজা ঝালাইয়ের চেয়ে টেকসই হয়। কারণ শুকনো ঝালাইয়ের ক্ষেত্রে পরিবেশ নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে ঝালাইয়ের পূর্বে ও পরে প্রয়োজনীয় তাপ দেওয়া যায়।
পানির নিচে ঝালাইয়ের মান নির্ধারণ করা কঠিন। বিশেষ করে ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে। কারণ পানির নিচে কোনো ত্রুটি ধরতে পারা কঠিন।
পরীক্ষাগারে ২ হাজার ৫০০ মিটার গভীরতায় ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা যায়। তবে কিন্তু শুষ্ক ঝালাইয়ের ক্ষেত্রে ৪০০ মিটারের বেশি গভীরতায় অনুমতি দেওয়া হয় না।
ড্রাই বা শুকনো ঝালাইয়ের ক্ষেত্রে ঝালাই করা অংশ ঘিরে একটি হাইপারবারিক চেম্বার (আবদ্ধ স্থান) ব্যবহার করা হয়। পানি বের করার জন্য ও শুকনো পরিবেশ তৈরি করতে চেম্বারটি গ্যাস (সাধারণত অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ ব্যবহার করা হয়) দিয়ে পূর্ণ করা হয়। ঝালাই করার সময় ওয়েল্ডারদের বা ঝালাই কর্মীদের যেন ডিকম্প্রেশন সিকনেস (নিম্ন চাপে অস্বস্তি) না হয়, সে জন্য চেম্বারের চাপ সঠিক মাত্রায় রাখতে হয়।
আবার অনেক সময় হাইপারবারিক চেম্বার তৈরি করা যায় না। তখন ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা হয়। ঝালাই রক্ষা করতে ও পানিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধে গ্যাসীয় বুদ্বুদ তৈরি করা হয়।
বুদ্বুদের এই অন্তরক (যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না সেটিকে অন্তরক পদার্থ বলে) স্তরটি ডুবুরিদের রক্ষা করে। কিন্তু বুদবুদগুলো ঝালাইয়ের জায়গাটিকেও ঝাপসা করে ফেলে, ফলে সঠিকভাবে ঝালাই করা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া বুদ্বুদের জন্য তাপ ছড়িয়ে যাওয়ার কারণে ঝালাইয়ের স্থান খুব দ্রুত ঠান্ডা হতে পারে। এর ফলে ঝালাইটিতে ত্রুটি দেখা দিতে পারে। অর্থাৎ ঝালাই করা স্থানে খুব দ্রুত ফাটল ধরতে পারে।
পানির নিচে ঝালাইয়ের জন্য দিকপরিবর্তী বিদ্যুৎ বা অলটারনেটিং কারেন্টের (এসি) বদলে একমুখী বিদ্যুৎ প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট (ডিসি) ব্যবহার করা হয়। কারণ পানির নিচে ঝালাইয়ের জন্য ডিসি কারেন্ট বেশি নিরাপদ।
পানির নিচে ঝালাইয়ের বিপদ রয়েছে। ওয়েল্ডার বৈদ্যুতিক শক পাওয়ার ঝুঁকি রয়েছে। এটি প্রতিরোধ করার জন্য, ঝালাইয়ের সরঞ্জামগুলো অবশ্যই সামুদ্রিক পরিবেশের জন্য উপযুক্ত হতে হয়। পেশাদার ডুবুরিদের অবশ্যই পেশাগত নিরাপত্তার ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে। বিশেষ করে শ্বাস–প্রশ্বাসের গ্যাসের বর্ধিত চাপের কারণে অসুস্থতার ঝুঁকি থাকে। অনেক ডুবুরি ডেন্টাল অ্যামালগামের গ্যালভানিক ভাঙনের সঙ্গে সম্পর্কিত ধাতব স্বাদ মুখে লাগার কথা জানিয়েছেন। এ ছাড়া দীর্ঘমেয়াদে মস্তিষ্ক ও পেশির সমস্যা হতে পারে।
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
১০ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে