জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।
জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়।
এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে।
রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়।
ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়।
বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।
জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।
জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়।
এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে।
রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়।
ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়।
বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।
শতাব্দীর পর শতাব্দী ধরে সস্তা ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছেন বহু মানুষ। মধ্যযুগীয় ইউরোপে ধন-সম্পদ ও মর্যাদার আশায় বহু মানুষ সোনা উৎপাদনের স্বপ্নে বিভোর ছিলেন। ‘ক্রাইসোপোইয়া’ নামে পরিচিত এই প্রক্রিয়াকে আজকাল অনেকেই নিছক অলৌকিক কল্পনা মনে করেন। তবে আধুনিক বিজ্ঞান বলে ভিন্ন কথা।
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে নতুন সৌরজগতের জন্ম হতে দেখেছেন বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা। এটি গ্রহ সৃষ্টি প্রক্রিয়ার এতটাই প্রাথমিক স্তর যে, আগে কখনো এমন দৃশ্যমান হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।
২ দিন আগেযুক্তরাজ্যের চিকিৎসকেরা এক যুগান্তকারী পদ্ধতি ব্যবহার করে আট সুস্থ শিশুর জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদ্ধতিতে তিন ব্যক্তির ডিএনএ সমন্বয় করে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) ভ্রূণ তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল, যাতে শিশুরা দুরারোগ্য জিনগত ব্যাধি উত্তরাধিকারসূত্রে পাওয়া থেকে রক্ষা পায়।
৭ দিন আগেপ্রাণীরা একে অপরের ডাকে সাড়া দেয়, এই তথ্য আমাদের অনেকের জানা। তবে সম্প্রতি এক নতুন গবেষণায় উঠে এসেছে আরও বিস্ময়কর এক তথ্য। গাছও শব্দ করে, আর সেই শব্দ শুনেই সিদ্ধান্ত নেয় পোকামাকড়। এই চাঞ্চল্যকর তথ্য উদ্ভিদ ও প্রাণীর মধ্যে এক নতুন ধরনের যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে।
৯ দিন আগে