নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
রঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
৫ ঘণ্টা আগেআইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১ দিন আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
২ দিন আগে