Ajker Patrika

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ন্যাসাল স্প্রে কি চূড়ান্ত চিকিৎসা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২২, ১৯: ২৪
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ন্যাসাল স্প্রে কি চূড়ান্ত চিকিৎসা

কোভিড–১৯ মহামারিকালে মানুষের সবচেয়ে বড় অগ্রগতি কোনটি—এই প্রশ্ন যদি করা হয় তবে প্রায় সবাই বলবেন, দ্রুততম সময়ে এর ভ্যাকসিন আবিষ্কার। কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগের পরও দেখা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্ট রোগ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিয়ে ভাইরাসটি নতুন নতুন ধরন নিয়ে হাজির হয়েছে। এমতাবস্থায় শরীরে ইনজেকশন আকারে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীদের নজর বাড়ছে নাকে স্প্রে করার ওষুধ বা ন্যাসাল স্প্রের ওপর। 

এই স্প্রে নাক, মুখ ও গলায় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। নাক, মুখ এবং গলাই করোনাভাইরাস সংক্রমণের প্রধান মাধ্যম। এ ছাড়া, যারা টিকা নিতে অনিচ্ছুক তাদের জন্যও একটি দারুণ বিকল্প হতে পারে এই ন্যাসাল স্প্রে। গবেষকেরা কোভিড সংক্রমণের ক্ষেত্রে মানবদেহকে একটি দুর্গ এবং নাক, মুখ এবং গলাকে দুর্গের প্রবেশদ্বার বলে আখ্যা দিচ্ছেন। তাঁরা দুর্গের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিকে যেমন গুরুত্বপূর্ণ ভাবছেন তার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন দুর্গের প্রবেশদ্বারের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে। 

নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিনের মেডিকেল ডিরেক্টর ডা. শন লিউ বলেছেন, ‘আপনি যদি আপনার শরীরকে একটি দুর্গ হিসেবে বিবেচনা করেন, তবে ইন্ট্রামাসকুলার টিকা সত্যিই আপনার দুর্গের অভ্যন্তরীণ অংশগুলোকে রক্ষা করছে ভেতরে প্রবেশ করা আক্রমণকারীদের হাত থেকে। কিন্তু আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্গের প্রবেশদ্বার রক্ষার জন্য প্রশিক্ষণ দেন, তাহলে আক্রমণকারীদের কেবল দুর্গের ভেতরেই প্রবেশ করতেই সমস্যা হবে না দুর্গের ভেতরেও ছড়িয়ে পড়তেও বাধা পাবে।’ 

লিউ নিজেও সাধারণ মৌসুমি ফ্লুর ভ্যাকসিনের মতো অনুরূপ একটি ইন্ট্রান্যাসাল কোভিড ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল চালাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন নিয়ে এক ডজনেরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। কিন্তু চূড়ান্ত কোনো ফলাফল এখনো আসেনি। ফাইজার ও মডার্নার মতো প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্র্যাডিশনাল ভ্যাকসিন নিয়েই কাজ করে। তবে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকাই এখন পর্যন্ত ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন নিয়ে বেশ খানিকটা এগিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার একটি ইন্ট্রান্যাসাল স্প্রের প্রাথমিক পর্যায়ের ট্রায়ালের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। 

তবে এই ন্যাসাল স্প্রের চ্যালেঞ্জও রয়েছে। ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন নাক বা মুখের অভ্যন্তরের ত্বকের মিউকোসা স্তরে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ তৈরি করবে বলেই ধারণা গবেষকদের। কিন্তু যদি লোকজন স্প্রে গ্রহণের পর সেটি গিলে ফেলে কিংবা হাঁচি দেয় সে ক্ষেত্রে স্প্রের কার্যকারিতা কেমন হয়ে তা নিয়ে এখনো সন্দিহান গবেষকেরা। এ ছাড়াও, গবেষকেরা ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন নিয়ে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন সেগুলো হলো—এই স্প্রের প্রতিরোধ ক্ষমতার কতটা হবে, কতক্ষণ স্থায়ী হবে। এই বিষয়গুলো সমাধানেও কাজ করে যাচ্ছেন তাঁরা। 

তবে বিজ্ঞানীরা ন্যাসাল স্প্রেকে চূড়ান্ত বলে মনে করছেন না। বরং এটিকে ট্র্যাডিশনাল টিকার সঙ্গে একটি উপযুক্ত বুস্টার হিসেবে কাজ করতে পারে। এ প্রসঙ্গে, ব্রিটিশ সরকারের রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপের (নার্ভট্যাগ) সদস্য অধ্যাপক পিটার ওপেনশ বলেছেন, ‘আমি মনে করি, আপনি ট্র্যাডিশনাল ভ্যাকসিনটিও চাইবেন। কারণ এটি গুরুতর রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কেবল মিউকোসাল ইমিউনাইজেশনের ওপর নির্ভর করতে চাই না।’ 

ফলে, ইন্ট্রান্যাসাল স্প্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধের ক্ষেত্রে একমাত্র চিকিৎসা কিনা তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে, ট্র্যাডিশনাল টিকার সঙ্গে এই ন্যাসাল স্প্রে মিলে যে করোনাভাইরাসের সংক্রমণকে দারুণভাবে মোকাবিলা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত