নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে সরকারবিরোধী ছোট রাজনৈতিক দল ও জোটগুলো। কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড়ে এসব দল ও জোটের সরব উপস্থিতি দেখা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব দল ও জোট কাকরাইল মোড়, ডলফিন মোড়, পল্টন পানির ট্যাংকি ও পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা করে। এ সময় দলগুলোর কর্মী ও সমর্থকদের হাতে ছিল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ড। এসব দাবি তুলে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।
দুপুর ১২টার সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে পদযাত্রা বের করে ইত্তেফাক মোড় হয়ে ডলফিন মোড়ের কাছাকাছি এসে পদযাত্রা শেষ করে তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতার বক্তব্য দেন।
বেলা ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে অবস্থান নিতে দেখা যায় ১২ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের। তাঁদেরও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাঁরা পদযাত্রা করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আজ পথে নেমেছি। দাবি হচ্ছে—নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার দিকে রায়সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। তাঁরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিতে দিতে পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রায় যুক্ত হচ্ছেন। বিএনপির এই পদযাত্রা যাবে এই সড়ক ধরেই। সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ থেকে ১০ জন নেতা-কর্মী ছাড়া তেমন কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে সরকারবিরোধী ছোট রাজনৈতিক দল ও জোটগুলো। কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড়ে এসব দল ও জোটের সরব উপস্থিতি দেখা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব দল ও জোট কাকরাইল মোড়, ডলফিন মোড়, পল্টন পানির ট্যাংকি ও পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা করে। এ সময় দলগুলোর কর্মী ও সমর্থকদের হাতে ছিল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ড। এসব দাবি তুলে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।
দুপুর ১২টার সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে পদযাত্রা বের করে ইত্তেফাক মোড় হয়ে ডলফিন মোড়ের কাছাকাছি এসে পদযাত্রা শেষ করে তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতার বক্তব্য দেন।
বেলা ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে অবস্থান নিতে দেখা যায় ১২ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের। তাঁদেরও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাঁরা পদযাত্রা করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আজ পথে নেমেছি। দাবি হচ্ছে—নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার দিকে রায়সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। তাঁরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিতে দিতে পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রায় যুক্ত হচ্ছেন। বিএনপির এই পদযাত্রা যাবে এই সড়ক ধরেই। সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ থেকে ১০ জন নেতা-কর্মী ছাড়া তেমন কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।
জাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
৩০ মিনিট আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব উপ ও শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতা-কর্মীর গ্রেপ্তার ইস্যুতে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে