Ajker Patrika

নির্বাচনকে সামনে রেখে কিছু রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে: সংসদে ফারুক খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৩, ২১: ৫৭
নির্বাচনকে সামনে রেখে কিছু রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে: সংসদে ফারুক খান

নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য ফারুক খান। তিনি বলেছেন, ‘ভিসা নীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ফারুক খান।

বিদেশি রাষ্ট্রগুলো এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আশা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁদের দেশে ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারেন। তাঁরা কাকে ভিসা দেবেন, আর কাকে নিষেধাজ্ঞা দেবেন—এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সরকার জানে।’ 

বিএনপিসহ যারা বাজেটের সমালোচনা করছে, তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলের এ সংসদ সদস্য বলেন, ‘বাজেটকে না বুঝে তারা সমালোচনা করছে। তাদের এই সমালোচনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’ 

বিএনপির সমালোচনা করে ফারুক খান বলেন, ‘এবার তারা নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণকে ভোট থেকে বিরত রাখতে পারবে না। তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে, গণসংযোগ করছে।’ 

এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সরকার দলের সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে।’ 

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হাইকমিশনারদের অতিরিক্ত প্রটোকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে। সরকারের কোনো রি-অ্যাকশন দেখানোর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন। তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। সরকারও ইসিকে সহায়তা করে। এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে।’ 

বাজেটে বিশাল ঘাটতি কীভাবে পূরণ হবে প্রশ্ন রেখে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘১ লাখ ৩২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সব ঋণ সরকার নিলে ব্যবসায়ী, সাধারণ মানুষ কীভাবে ঋণ নেবে? ব্যাংক কোথায় টাকা পাবে? তখন সরকার টাকা ছাপাবে। এতে মূল্যস্ফীতি বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত