নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য ফারুক খান। তিনি বলেছেন, ‘ভিসা নীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ফারুক খান।
বিদেশি রাষ্ট্রগুলো এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আশা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁদের দেশে ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারেন। তাঁরা কাকে ভিসা দেবেন, আর কাকে নিষেধাজ্ঞা দেবেন—এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সরকার জানে।’
বিএনপিসহ যারা বাজেটের সমালোচনা করছে, তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলের এ সংসদ সদস্য বলেন, ‘বাজেটকে না বুঝে তারা সমালোচনা করছে। তাদের এই সমালোচনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’
বিএনপির সমালোচনা করে ফারুক খান বলেন, ‘এবার তারা নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণকে ভোট থেকে বিরত রাখতে পারবে না। তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে, গণসংযোগ করছে।’
এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সরকার দলের সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে।’
জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হাইকমিশনারদের অতিরিক্ত প্রটোকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে। সরকারের কোনো রি-অ্যাকশন দেখানোর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন। তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। সরকারও ইসিকে সহায়তা করে। এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে।’
বাজেটে বিশাল ঘাটতি কীভাবে পূরণ হবে প্রশ্ন রেখে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘১ লাখ ৩২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সব ঋণ সরকার নিলে ব্যবসায়ী, সাধারণ মানুষ কীভাবে ঋণ নেবে? ব্যাংক কোথায় টাকা পাবে? তখন সরকার টাকা ছাপাবে। এতে মূল্যস্ফীতি বাড়বে।’
নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য ফারুক খান। তিনি বলেছেন, ‘ভিসা নীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ফারুক খান।
বিদেশি রাষ্ট্রগুলো এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আশা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁদের দেশে ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারেন। তাঁরা কাকে ভিসা দেবেন, আর কাকে নিষেধাজ্ঞা দেবেন—এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সরকার জানে।’
বিএনপিসহ যারা বাজেটের সমালোচনা করছে, তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলের এ সংসদ সদস্য বলেন, ‘বাজেটকে না বুঝে তারা সমালোচনা করছে। তাদের এই সমালোচনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’
বিএনপির সমালোচনা করে ফারুক খান বলেন, ‘এবার তারা নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণকে ভোট থেকে বিরত রাখতে পারবে না। তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে, গণসংযোগ করছে।’
এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সরকার দলের সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে।’
জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হাইকমিশনারদের অতিরিক্ত প্রটোকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে। সরকারের কোনো রি-অ্যাকশন দেখানোর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন। তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। সরকারও ইসিকে সহায়তা করে। এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে।’
বাজেটে বিশাল ঘাটতি কীভাবে পূরণ হবে প্রশ্ন রেখে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘১ লাখ ৩২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সব ঋণ সরকার নিলে ব্যবসায়ী, সাধারণ মানুষ কীভাবে ঋণ নেবে? ব্যাংক কোথায় টাকা পাবে? তখন সরকার টাকা ছাপাবে। এতে মূল্যস্ফীতি বাড়বে।’
চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। নিয়মিত ফ্যাক্টচেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরোনো গুজব ফিরে আসা-সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্টফাইল এবং...
৮ ঘণ্টা আগেকলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১০ ঘণ্টা আগেরাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘আলাদা রাজ্য’ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকার বলেছে, এটি মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।
১০ ঘণ্টা আগেকাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।
১১ ঘণ্টা আগে