অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করব, অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখবে। দেশে যে সংকট আছে, সেই সংকট নিরসনে তারা কাজ করবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেভাবে নিশ্চিত হতে পারছি না যে সেই প্রত্যাশাগুলো পূরণ হবে।’
জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘একটা নির্বাচন, ১৫ বছর যা থেকে জনগণ বঞ্চিত...নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে, এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা থাকে, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমাদের অবশ্যই দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত।’
শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের স্বাধীনতার যে আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন।’
অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করব, অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখবে। দেশে যে সংকট আছে, সেই সংকট নিরসনে তারা কাজ করবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেভাবে নিশ্চিত হতে পারছি না যে সেই প্রত্যাশাগুলো পূরণ হবে।’
জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘একটা নির্বাচন, ১৫ বছর যা থেকে জনগণ বঞ্চিত...নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে, এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা থাকে, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমাদের অবশ্যই দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত।’
শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের স্বাধীনতার যে আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
৮ ঘণ্টা আগেনির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। কারণ, এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি।’
৯ ঘণ্টা আগেভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোলে বসা যাবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।
৯ ঘণ্টা আগে