Ajker Patrika

তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০: ৩৫
তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অর্ধবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ। 

ইকবাল কবির জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, একতরফা তফসিল ঘোষণা করা হলে আমরা সারা দেশে হরতাল পালন করব। একটু আগে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে। তাই আমরা আগামীকাল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করব।’ 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।’ 

বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘কিশোরগঞ্জে এরই মধ্যে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই। গাইবান্ধায় বাম জোটের নেতাদের ওপর সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা করেছে।’ 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত