Ajker Patrika

শেখ হাসিনাকে ‘পদত্যাগে’ বাধ্য করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর আ.লীগের স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২১: ৪২
শেখ হাসিনাকে ‘পদত্যাগে’ বাধ্য করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর আ.লীগের স্মারকলিপি 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তবে সেই স্মারকলিপি ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কি না জানা যায়নি। 

স্থানীয় সময় আজ বুধবার আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এই তথ্য জানানো হয়। তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো কর্মকর্তা এ স্মারকলিপি গ্রহণ করেছেন কি না, তা বলা হয়নি। তবে আওয়ামী লীগের ফেসবুক ছবিতে দেখা যায়, ব্রিটিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য তা গ্রহণ করেছেন। 

আওয়ামী লীগের ফেসবুক পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা ও দেশে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

১৯ আগস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত