Ajker Patrika

আত্মসমর্পণের পর নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আত্মসমর্পণের পর নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পৃথক পৃথক আদেশে জামিন মঞ্জুর করেন। 

এর মধ্যে রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিপুণ রায়ের আইনজীবী ওমর ফারুক ফারুকী। 

এর আগে এসব মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেন এবং মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। 

ওমর ফারুক আইনজীবী বলেন, আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তাঁর (নিপুণ রায়) জামিন মঞ্জুর করেন। 
 
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে যেসব মামলা হয় তার মধ্যে ৮ মামলায় নিপুণ রায়কে আসামি করা হয়। পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। 

একটি মামলার শুনানির জন্য অন্য তারিখ ধার্য রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত