অনলাইন ডেস্ক
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে আজকে যেসব ষড়যন্ত্র হচ্ছে, সেসব ষড়যন্ত্র পাত্তা পাবে না।’
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘সংস্কারের অছিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না। সংস্কার আপনারা (অন্তর্বর্তী সরকার) শুরু করবেন, এটি শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে শেষ করবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। সরকারের যত সংস্কার প্রস্তাব থাকুক না কেন, সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার করা, নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপরে প্রত্যাশা আছে, আবার মানুষের প্রতিও তাদের কমিটমেন্ট আছে। এই সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। সুতরাং, বৈষম্য দূর করতে হবে, সে জন্য সংস্কার প্রয়োজন। তবে এই সংস্কার অতি দ্রুত করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হতে হয়। সংস্কারের প্রস্তাব তারা বিভিন্ন সময় করছেন, আমরাও বিভিন্ন সময়ে সরকারকে বলেছি যে একটি সরকার একেবারে সংস্কার শেষ করে যেতে পারবে, তেমনটি স্বাভাবিক নয়।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু এই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব হবে না। যারা ষড়যন্ত্র করে তাদের স্মরণ করিয়ে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, সেটিরও প্রমাণ আছে।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘সামনে যে নির্বাচন হবে, তার জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আজকে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বোধ হয় দুর্বল। সে জন্য শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে, ভারতও সেখানে উসকানি দিতে সাহস পাচ্ছে। এই জায়গায় আমাদের সজাগ থেকে সাহসী ভূমিকা নিতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড নূর ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে আজকে যেসব ষড়যন্ত্র হচ্ছে, সেসব ষড়যন্ত্র পাত্তা পাবে না।’
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘সংস্কারের অছিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না। সংস্কার আপনারা (অন্তর্বর্তী সরকার) শুরু করবেন, এটি শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে শেষ করবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। সরকারের যত সংস্কার প্রস্তাব থাকুক না কেন, সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার করা, নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপরে প্রত্যাশা আছে, আবার মানুষের প্রতিও তাদের কমিটমেন্ট আছে। এই সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। সুতরাং, বৈষম্য দূর করতে হবে, সে জন্য সংস্কার প্রয়োজন। তবে এই সংস্কার অতি দ্রুত করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হতে হয়। সংস্কারের প্রস্তাব তারা বিভিন্ন সময় করছেন, আমরাও বিভিন্ন সময়ে সরকারকে বলেছি যে একটি সরকার একেবারে সংস্কার শেষ করে যেতে পারবে, তেমনটি স্বাভাবিক নয়।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু এই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব হবে না। যারা ষড়যন্ত্র করে তাদের স্মরণ করিয়ে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, সেটিরও প্রমাণ আছে।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘সামনে যে নির্বাচন হবে, তার জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আজকে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বোধ হয় দুর্বল। সে জন্য শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে, ভারতও সেখানে উসকানি দিতে সাহস পাচ্ছে। এই জায়গায় আমাদের সজাগ থেকে সাহসী ভূমিকা নিতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড নূর ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৫ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে