নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।
সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।
পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।
এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে ‘অবৈধ ও দুঃশাসনের প্রতীক’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।
সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।
পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।
এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে ‘অবৈধ ও দুঃশাসনের প্রতীক’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগেছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগেচোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
১ দিন আগে